promotional_ad

বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরলেন ডটিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের শেষদিকে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিশ্ব আসরের কয়েক মাস আগেই অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার দিয়েন্দ্রা ডটিন।


২০২২ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তবে দলের প্রয়োজনে আবারও দলে ফিরেছেন এই ব্যাটার। নিশ্চিতভাবেই তার ফেরা বাড়তি আত্মবিশ্বাস ফেরাবে ওয়েস্ট ইন্ডিজ দলে। সেই সঙ্গে এই ব্যাটার জানিয়েছেন টি-টোয়েন্টি খেলতে প্রস্তুত আছেন তিনি।



promotional_ad

২০২২ সালের কমনওয়েলথ গেমসে তিনি বার্বাডোসকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ফেরার ঘোষণা দিয়ে এরই মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে চিঠিও দিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটার।


চিঠিতে তিনি লিখেছেন, 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ে গর্বের বিষয়। ক্রিকেট খেলাটা আমার কাছে সবথেকে বড় প্যাশন। আমার কাছে সবথেকে গর্বের বিষয়। আমি অনেক ভেবেছি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন কর্তার সঙ্গে আমি আলোচনা করেছি। করার পরেই আমি এই সিদ্ধান্ত বদলের কথা ভেবেছি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর স্যালোর সঙ্গেও আমার কথা হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।'


ডটিন আশাবাদী তিনি দলের জন্য অবদান রাখতে পারবেন এখনও। অনুশীলনেও নিজের সেরাটা উজাড় করে দিতে চান। দেশটির নারী ক্রিকেটের উন্নয়নেও ভূমিকা রাখতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪৩টি ওয়ানডে এবং ১২৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডধারী এই ব্যাটার আবারও মাঠে নামতে মুখিয়ে আছেন।



তিনি বলেন, ‘আমি নিশ্চিত আমার অভিজ্ঞতা, আমার স্কিল দিয়ে আমি দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হব। যেমনভাবে আমি অতীতে পারফরম্যান্স করেছি, তেমনভাবে ভবিষ্যতেও পারফরম্যান্স করতে পারব। আমি প্রতিটি অনুশীলনে আমার সেরাটা উজাড় করে দেব। দেশের হয়ে আমার সেরা পারফরম্যান্স করার অঙ্গীকার করছি আমি। আমার দেশের মহিলা ক্রিকেটের উন্নতিতে আমি গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball