গম্ভীর-সূর্যকুমারের ‘অভিষেকে’ ভারতের জয়

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কোচ হিসেবে এটা ছিল গৌতম গম্ভীরের প্রথম ম্যাচ। আর অধিনায়ক হিসেবে আগে সাতটি ম্যাচে দায়িত্ব পালন করলেও এবারই প্রথমবার 'অফিসিয়াল' ছিলেন সূর্যকুমার যাদব। নতুন কোচ ও অধিনায়কের শুরুটা শেষ পর্যন্ত ভালোই হয়েছে। তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৪৩ রানের বড় ব্যবধানে হারায় ভারত।
আগে ব্যাট করে ভারত তোলে সাত উইকেটে ২১৩ রান। ইয়াশভি জায়সাওয়াল ও শুভমান গিল উদ্বোধনী জুটিতে চার ওভারের মাঝে তোলেন ৫১ রান। ৩৫ বলে ৭৪ রান তোলার পর টানা দুই বলে আউট হয়ে ফেরেন দুজন।
জায়সাওয়ালের ব্যাটে আসে ২১ বলে ৪০ রান। গিল করেন ১৬ বলে ৩৪। তৃতীয় উইকেটে ভারতের ইনিংসে আবার বড় জুটি গড়ে তোলেন সূর্যকুমার এবং ঋষভ পান্ত। এ দুজন ৪৩ বলের জুটিতে যোগ করেন ৭৬ রান।

সূর্যকুমারের ব্যাটে আসে আটটি চার এবং দুটি ছক্কায় ২৬ বলে ৫৮ রান। পান্তের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৯ রান। পরের দিকের ব্যাটাররা সেভাবে বড় ইনিংস খেলতে না পারলেও লড়াই করার মতোই পুঁজি পায় ভারত।
রান তাড়ায় শ্রীলঙ্কা শুরুটা ভালো করলেও শেষ দিকের নাটকীয় ধসে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায়। পাল্লেকেলে স্টেডিয়ামে এ দিন পাওয়ার প্লেতেই ৫৫ রান তোলে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।
নবম ওভারে এই জুটি ভাঙেন আর্শদিপ সিং। ততক্ষণে স্কোরবোর্ডে ওঠে ৮৪ রান। ২৭ বলে ৪৫ রান করে আউট হন মেন্ডিস। নিশাঙ্কা দলকে টেনে নিয়ে গেলেও জেতাতে পারেননি। ৭ চার ও ৪ ছক্কায় ৪৮ বলে ৭৯ রান করেন তিনি।
১৪ ওভারে ১ উইকেটে ১৪০ রান তুলে ফেলা দলটি পরের পাঁচ ওভারে এলোমেলো হয়ে পড়ে। অক্ষর প্যাটেলের করা ইনিংসের ১৫তম ওভারে নিশাঙ্কা বিদায় নেন। এরপর কুশল পেরেরাও ১৪ বলে ২০ রান করে ফেরেন।
এর পরের ওভারে রবি বিষ্ণই ফেরান কামিন্দু মেন্ডিস ও চারিত আসালঙ্কাকে। ধসের মধ্যে একের পর এক উইকেট পড়তে থাকে। মাত্র ৩১ বলের মধ্যে ৩০ রান তুলতেই নয়টি উইকেট হারায় শ্রীলঙ্কা।