promotional_ad

ক্রিকেটারদের চুক্তির মেয়াদ কমাতে চায় পিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ভরাডুবির কারণে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খেলোয়াড়দের সঙ্গে চুক্তির মেয়াদ কমিয়ে আনতে চায় তারা। এমন সংবাদ প্রকাশ করছে দেশটির গণমাধ্যম।


শুরুতে জানানো হয়েছিল, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়াদের বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেয়া হবে না। তারপর শোনা গেছে, ক্রিকেটারদের বেতন কমিয়ে দেয়া হবে। যদিও সেই চিন্তা থেকে সরে এসেছেন পিসিবি কর্তারা।



promotional_ad

এতদিন পিসিবি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করত ৩ বছরের জন্য। গণমাধ্যমের খবর, এক সভায় সিদ্ধান্ত নেয়া হয় এখন থেকে চুক্তি করা হবে কেবল এক বছরের জন্য। এমনকি চলমান চুক্তির মেয়াদও এক বছরে নামিয়ে আনতে চায় পিসিবি।


পিসিবির এক কর্মকর্তা বলেন, 'ক্রিকেটারদের বার্ষিক বেতন কমানোর বিরোধিতা করেছেন নির্বাচকরা। তারাই তিন বছরের পরিবর্তে ১২ মাসের চুক্তি করার পরামর্শ দেন। প্রতি বছর চুক্তির আগে ক্রিকেটারদের ফিটনেস, পারফরম্যান্স, ব্যবহার সব কিছু খতিয়ে দেখা হবে।'


পিসিবি কর্তারা ছাড়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের হেড কোচ গ্যারি কার্স্টেন, লাল বলের ক্রিকেটের হেড কোচ জেসন গিলেস্পি, সহকারী কোচ আজহার মাহমুদ, দুই নির্বাচক মোহাম্মদ ইউসুফ এবং আসাদ শফিক। সভায় ক্রিকেটারদের ফিটনেস নিয়েও লম্বা সময় আলোচনা হয়েছে।



পিসিবির সেই কর্তা আরও বলেন, 'কেন্দ্রীয় এবং ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা প্রত্যেক খেলোয়াড়কে তিনমাস অন্তর বাধ্যতামূলক ভাবে ফিটনেস পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নেবেন কার্স্টেন এবং গিলেস্পি। দল নির্বাচনের সময় গুরুত্ব দিয়ে দেখা হবে কোচদের রিপোর্ট। দল বা চুক্তির তালিকায় জায়গা পেতে হলে নিজেদের প্রমাণ করতে হবে ক্রিকেটারদের। অতীত সাফল্য ভাঙিয়ে আর থাকা যাবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball