promotional_ad

অ্যান্ডারসনকে জোর করে অবসরে পাঠানোতে ক্ষিপ্ত লয়েড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি, ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন

১৪ জানুয়ারি ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন

দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে নামের পাশে ৭০৪ উইকেট নিয়ে গত ১২ জুলাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান লাল বলের ক্রিকেটের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। টেস্টে তার চেয়ে উপরে আছেন কেবল দুজন বোলার। যার মধ্যে অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্নের উইকেট সংখ্যা অ্যান্ডারসনের থেকে মাত্র চারটি বেশি।


প্রথম ম্যাচে ৪ উইকেট পাওয়া অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের সিরিজটি শেষ করতে পারলে হয়তো দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে অবসরে যেতে পারতেন। তবে সেই সুযোগ পাননি সফলতম এই পেসার। এর জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং টেস্টের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের সমালোচনা করেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড লয়েড।



promotional_ad

অ্যান্ডারসনের ব্যাপারে নিজস্ব মতামত জানিয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও। তার মতে, পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্টিত হবে অ্যাশেজ সিরিজ। সেই সিরিজ জয়ই প্রধান লক্ষ্য ইংলিশদের। আর তারজন্য নতুনভাবে দল গোছাতে এবং নতুন পেসারদের পর্যাপ্ত সময় দিতেই দলের এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।


এর সমালোচনায় লয়েড বলেন, 'এখনও জিমি (অ্যান্ডারসন) নিয়মিত উইকেট নিচ্ছে। দলে নিয়মিত অবদান রাখছে। সামনের বছরের অ্যাশেজের কথা মাথায় রেখে জেমস অ্যান্ডারসনকে অবসর নিতে তারা বাধ্য করল। আমি বলব, নিজের সেরাটা দলটা বেছে নিক ইংল্যান্ড।'


'আর এই মুহূর্তে সেটা করতে গেলে সেই দলে অবশ্যই আসবে জিমি (অ্যান্ডারসন)। আজকের যুগে দাঁড়িয়ে আমার ভাবতে খুব অবাক লাগছে যে, একজনকে অবসর নিতে হবে বলেই অবসর নিতে বাধ্য করা হলো।'



লয়েড শুধু যে ইংল্যান্ডের সমালোচনাই করেছেন, এমনটা নয়। আইসিসির সমালোচনা করতেও ছাড়েননি ইংল্যান্ডের সাবেক এই তারকা। পাশাপাশি তিন বড় দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে প্রশ্ন রেখেছেন তিনি।


তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ে লড়াইটা দুটি সমকক্ষ দলের মধ্যে হওয়া উচিত। এখানকার সমস্যাটা হল যে এই ভারসাম্যটা নষ্ট হয়েছে। কেউ অনেকটা এগিয়ে গিয়েছে। কেউ সেই তুলনায় এগোতেই পারেনি। আমি এই নিয়ে অন্য তিন শক্তিশালী দেশের মতামত জানতে চাইব। তারা এইরকম বিষয় নিয়ে কী ভাবছে, তারা এই জায়গায় থাকলে কী করত এটা জানা প্রয়োজন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball