promotional_ad

বিশ্রামে কামিন্স, ওয়ানডেতেও অধিনায়ক মার্শ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স

২৫ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স, ক্রিকেট অস্ট্রেলিয়া

স্কটল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে প্রথমবার দলে ডাক পেয়েছেন কুপার কনলি। ডেভিড ওয়ার্নারের অবসরের পর দলে জায়গা পেয়েছে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। বিশ্রাম পেয়েছেন প্যাট কামিন্স।


টি-টোয়েন্টি দলের পাশাপাশি এবার ওয়ানডেতে দলের অধিনায়ক হিসেবেও রাখা হয়েছে মিচেল মার্শকে। কামিন্স পুরো সিরিজেই বিশ্রাম নেবেন। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল স্টার্ক খেলবেন শুধু ওয়ানডেতে।


দলে নতুনভাবে ডাক পাওয়া কনলি বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে খেলে থাকেন। ২০২২-২৩ মৌসুমের বিগ ব্যাশে পার্থের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ব্যাটিং করেছিলেন ১৪৫.৮০ স্ট্রাইকরেটে।



promotional_ad

এদিকে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভে থাকা ম্যাথু শর্ট নিজের প্রথম সন্তানের অপেক্ষায় থাকায় দেশে থাকবেন। শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও

৬ ফেব্রুয়ারি ২৫
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, আইসিসি

টি-টোয়েন্টি স্কোয়াড থেকে প্রত্যাশিতভাবেই বাদ পড়েছেন ম্যাথু ওয়েড এবং অ্যাস্টন অ্যাগার। স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিসহ পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজ খেলবে অজিরা।


৪, ৬ এবং ৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে অজিদের স্কটল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। এরপর ১১, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি খেলবে অজিরা। তারপর এই দুটি দল খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজ।


স্কটল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড : 



মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনলি, নাথান এলিস, টিম ডেভিড, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হারডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা।


ইংল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াড :


মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball