promotional_ad

শেষ ম্যাচেও হারল জিম্বাবুয়ে, ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করল ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাঞ্জু স্যামসনের ফিফটি ও শিভাম দুবের ক্যামিও ইনিংসে ভারত পেয়েছিল লড়াকু পুঁজি। সেই পুঁজি নিয়েই জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। মুকেশ কুমার ৩.৩ ওভার বল করে ২২ রানে নিয়েছেন ৪ উইকেট।


যা তার ক্যারিয়ার সেরাও বটে। আর তাতেই জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১২৫ রানে। ১৬৮ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেভেরেকে সাজঘরে ফেরান মুকেশ। এরপর দ্বিতীয় ওভারে এসে ব্রায়ান বেনেটকেও আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন তিনি।


তৃতীয় উইকেটে তাদিওয়ানাশে মারুমানি ও ডিওন মেয়ার্স মিলে যোগ করেন ৪৪ রান। মারুমানি ২৪ বলে ২৭ ও মেয়ার্স ৩২ বলে ৩৪ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে জিম্বাবুয়ে। শেষদিকে একমাত্র লড়াই করতে পেরেছেন ফারাজ আকরাম।



promotional_ad

তার ১৩ বলে ২৭ রানের ইনিংস ছাড়া বাকি কেউই বলার মতো রান করতে পারেননি। মুকেশ চারটি উইকেট নিয়ে ভারতের সেরা বোলার। দুটি উইকেট নিয়েছেন শিভম দুবে। আর একটি করে উইকেট পেয়েছেন্ন তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা।


হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে গিয়েছিল ভারতও। ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। ইয়াসভি জায়সাওয়াল ১২, অভিষেক শর্মা ১৪ ও শুভমান গিল ১৩ রান করে ফিরে গিয়েছিলেন। 


চতুর্থ উইকেটে সাঞ্জু স্যামসন ও রায়ান পরাগ মিলে যোগ করেন ৫৬ বলে ৬৫ রান। পরাগ আউট হন ২৪ বলে ২২ করে। অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন স্যামসন। এই উইকেটরক্ষক ব্যাটার শেষ পর্যন্ত থামেন ৪৫ বএল ৫৮ রান করে। এরপর দুবের ১২ বলে ২৬ ও রিঙ্কু সিংয়ের ৯ বলে ১১ রানে দেড়শ পেরিয়ে যায় ভারত।


জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। একটি করে উইকেট গেছে সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা ও ব্র্যান্ডন মাভুতার ঝুলিতে। এর আগে সিরিজের প্রথম ম্যাচেই হেরে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিল ভারত। এরপর টানা চার ম্যাচ জিতে সিরিজ শেষ করল গিলের দল।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball