promotional_ad

কোচের সঙ্গে দুর্ব্যবহার, আফ্রিদি বাদ পড়ছেন বাংলাদেশ সিরিজ থেকে!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর চলছে তুলকালাম। এরই মধ্যে বিশ্বকাপ ব্যর্থতার কারণে বরখাস্ত করা হয়েছে নির্বাচক কমিটির প্রধান ওয়াহাব রিয়াজকে। এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে শাহীন শাহ আফ্রিদির একটি ঘটনা। 


জানা গেছে বিশ্বকাপ চলাকালীন কোচদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন পাকিস্তানের এই পেসার। দলে শৃঙ্খলা নিশ্চিতের দায়িত্বে থাকলেও এই পেসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি ওয়াহাব। এরই মধ্যে পাকিস্তান দলের কোচিং প্যানেলের পক্ষ থেকে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জমা দেয়া হয়েছে।



promotional_ad

সেখানেও উঠে এসেছে ক্রিকেটারদের বিভিন্ন বিষয়। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে কোচদের সঙ্গে দুর্ব্যবহারের ফলে কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন শাহীন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও তাকে বাদ দেয়া হতে পারে। যদিও পিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে অনুশীলনে অনেক নো বল করছিলেন আফ্রিদি। এরপর ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ এগিয়ে গেলে তাকে আফ্রিদি শুনিয়ে দেন, 'আমাকে এখন অনুশীলন করতে দিন এবং মাঝখানে কথা বলবেন না।'


এর ফলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনার পর, আফ্রিদিকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয় এবং পরবর্তীতে পুরো দলের সামনে ইউসুফের কাছে ক্ষমা চেয়েছিলেন পয়াকিস্তানের এই পেসার। এরপর এই ঘটনা আর সামনে আসেনি।



বেশ কয়েকটি সূত্র ক্রিকেট পাকিস্তানকে জানিয়েছে আফ্রিদির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি এজন্য তদন্ত চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের তদন্ত রিপোর্টে উঠে এসেছে পাকিস্তানের ক্রিকেটারদের শৃঙ্খলার অভাবের বিষয়টিও।


পাকিস্তানের গণমাধ্যমের দাবি বাংলাদেশ সিরিজে দলটির শীর্ষ ২-৩ জন ক্রিকেটারকেই বিশ্রামে পাঠাতে পারে পিসিবি। সেখানে সুযোগ পেতে পারেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ক্রিকেটাররা। কদিন পরেই রাওয়াল পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের প্রস্তুতি শুরু করবে পাকিস্তান। এর আগেই ঘোষণা হতে পারে পাকিস্তান দল। সেখানে থাকতে পারে বড় চমক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball