promotional_ad

রাজ্জাক-রিয়াজদের বরখাস্তে বিস্মিত আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে আবদুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।


বিশ্বকাপের মাঝ পথেই বাবর আজমদের কড়া সমালোচনা করেছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা। অনেকেই অধিনায়ক বাবরকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু হয়েছে উল্টো। আফ্রিদি মনে করেন বাবর অনেক সুযোগ পেয়েছেন। তার চেয়ে বেশি সুযোগ পাননি কোনো অধিনায়কই।



promotional_ad

পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে আফ্রিদি বলেন, ‘এত বেশি সুযোগ কোনো অধিনায়কই পাননি। সাধারণত, বিশ্বকাপ শেষ হওয়ার পর অধিনায়কই প্রথম বরখাস্ত হন।’


আফ্রিদি পাকিস্তান দলের অন্যতম সফল অধিনায়ক। সেই সঙ্গে মিসবাহ উল হক ও ইউনিস খানও পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন। এরপরও তাদের এক সময় সরে যেতে হয়েছিল। তাদের তুলনায় বাবর অনেক বেশি সুযোগ পেয়েছেন বলে দাবি আফ্রিদির।


ইউনিস-মিসবাহদের টেনে আফ্রিদি বলেছেন, ‘ইউনিস খান এবং মিসবাহ-উল-হক আমিও দলকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু সে তুলনায় বাবর যথেষ্ট সুযোগ পেয়েছে। আসুন আমরা (অধিনায়কত্ব নিয়ে) সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করি এবং যা ফল আসবে আন্তরিকভাবে সেটা সমর্থন করি’।



যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। এরপর পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন পাকিস্তান দলে বড় অস্ত্রোপচার প্রয়োজন। তাই পাকিস্তান দলকে ঢেলে সাজানোর আভাস দিয়েছিলেন তিনি। 


অবশ্য পাকিস্তান দলে এমন নাটকীয় পরিবর্তন সম্ভব নয় বলেই মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘সত্যি বলতে, এই ধরনের অস্ত্রোপচার (পরিবর্তন) আমার বোঝাপড়ার বাইরে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball