promotional_ad

অভিষেক-বিনয়কে কোচিং প্যানেলে চান গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নানা নাটকীয়তার পর ভারতের প্রধান কোচ হিসেবে মঙ্গলবার নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর। ফলে এর মধ্যে দিয়ে শেষ হয়েছে রাহুল দ্রাবিড় যুগ। ভারতের কোচ থাকাকালীন দ্রাবিড়ের সহচর ছিলেন পরশ মামব্রে, বিক্রম রাঠোর ও দীলিপ কুমার।


গম্ভীরের সহচর কারা হচ্ছেন তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। ভারতীয় গণমাধ্যমের দাবি ভারতের প্রধান কোচ হয়েই ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘদিনের বন্ধু অভিষেক নায়ারের নাম প্রস্তাব করেছেন গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সেও দুজনে এক সঙ্গে কাজ করেছেন। 



promotional_ad

২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে এই দুজনেরই সবচেয়ে বড় অবদান রয়েছে। এবার তাকেই ভারতীয় দলে সঙ্গী হিসেবে চাইছেন গম্ভীর। কোচিং ক্যারিয়ারে শুভমান গিল, রিঙ্কু সিংদের মতো ক্রিকেটারদের উঠে আসার পেছনেও বড় অবদান আছে অভিষেকের।


কলকাতা নাইট রাইডার্সের এই সহকারী কোচ ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে বোলিং কোচ হিসেবে গম্ভীরের পছন্দ বিনয় কুমারকে। ভারতের হয়ে একটি মাত্র টেস্ট খেললেও ৩১টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন তিনি।


আইপিএলে খেলেছেন একশোর বেশি ম্যাচে। গম্ভীরের সঙ্গে লম্বা সময় জাতীয় দলে খেলার সুবাদে এবার ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন বিনয়। আইপিএল ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন বিনয়। কদিন আগে তাকে হল অব ফেমেও অন্তর্ভূক্তও করেছে বেঙ্গালুরু।



বিনয় বেঙ্গালুরুর তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। দলটির হয়ে বিনয়ের চেয়ে বেশি উইকেট আছে কেবল যুবেন্দ্র চাহাল ও হার্শাল প্যাটেলের। বেঙ্গালুরুর হয়ে ৬৪ ম্যাচে ৭২টি উইকেট শিকার করেছেন তিনি। পাঁচ বছর বেঙ্গালুরুর হয়ে খেলার পর ২০১৮ সালে কলকাতার হয়ে খেলে আইপিএলের ক্যারিয়ার শেষ করেন তিনি।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball