promotional_ad

ছিটকে গেলেন অ্যান্ডারসনের ‘অবসর-পার্টি’ পণ্ড করতে চাওয়া রোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সবচেয়ে সফলতম পেসার ক্রিকেট ছাড়ার ঘোষণা দেয়ার পর কেমার রোচ জানিয়েছিলেন, অ্যান্ডারসনের অবসর পণ্ড করতে চান তারা। অথচ হাঁটুর চোটে জুলাইয়ে হতে যাওয়া সেই সিরিজ থেকেই ছিটকে গেলেন রোচ।


ওয়েস্ট ইন্ডিজের পেসারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। রোচের বদলি হিসেবে ইংল্যান্ড সফরের টেস্ট দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পেসার জেরেমিয়া লুইস। তার ভাই মিকাইল লুইসও আছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে।



promotional_ad

রোচের ছিটকে যাওয়া প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘ইংলিশ কন্ডিশনে কেমারের দক্ষতা ও অভিজ্ঞতার অভাববোধ করব আমরা। অনেকদিন অপেক্ষার পর জেরেমিয়া লুইস সুযোগটি পেল। ইংল্যান্ডে প্রভাব ফেলার দক্ষতা ও অভিজ্ঞতা তার অবশ্যই আছে।’


ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় হাঁটুর চোটে পড়েছেন রোচ। ৩৬ বছর পা দেয়া ডানহাতি এই পেসার এবারের মৌসুমে ৬ ম্যাটে ২৫.৭৭ গড়ে ১৮ উইকেট নিয়েছেন। রিভার্স সুইংয়ে বাজিমাত করা ক্যারিবীয় তারকা গত মে মাসে কিয়া ওভালে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।


সেই ম্যাচে দারুণভাবে অবদান রেখেছিলেন রোচ। ঘরের মাঠে ওরচেস্টারশায়ারের বিপক্ষে জয় পাওয়া ম্যাচেও ৪ উইকেট নিয়েছিলেন। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে রোচের না থাকা ভুগাতে পারে ওয়েস্ট ইন্ডিজকে।



২০১২ সালে প্রথমবার লর্ডসে খেলেছিলেন রোচ। এরপর সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। সবশেষ ২০১৭ সালেও লর্ডসে ৭২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ক্যারিয়ার জুড়ে দাপুটে বোলিং করা রোচ টেস্টে নিয়েছেন ২৭০ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেয়া বোলারদের মাঝে পাঁচে রয়েছেন তিনি।


আগামী ১০ জুলাই লর্ডসে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে অবশ্য বেকেনহামে নিজেদের প্রস্তুতির জন্য কাউন্টি সিলেক্ট ইলেভেনে বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতি ম্যাচটি হবে ৩-৬ জুলাই। এদিকে ১৮ জুলাই ট্রেন্ট ব্রিজে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি হবে এজবাস্টনে, ২৬ জুলাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball