promotional_ad

‘মঈনকে দিয়ে বোলিং করানো উচিত ছিল’, ভুল স্বীকার বাটলারের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাটলার

৪৫ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে জস বাটলার, ফাইল ফটো

ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে রাজত্ব চালিয়েছে স্পিনাররা। আর এমন দিনেই মঈন আলীর হাতে বল তুলে দেননি জস বাটলার। ইংল্যান্ডের ম্যাচ হারের পর এ নিয়ে বাটলারের সমালোচনা চলছেই। ম্যাচ শেষে নিজের ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।


গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত–ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পিনাররা। ভারতের ইনিংসের সময় ইংল্যান্ডের দুই স্পিনার লিয়াম লিভিংস্টোন এবং আদিল রশিদ আট ওভারে রান দেন ৬.১৩ গড়ে ৪৯ রান।



promotional_ad

অথচ চার পেসার মিলে খরচ করেন ১২ ওভারে ১২০ রান (১০ গড়ে)। ফলে ১৭১ রানের বড় পুঁজি পেয়ে যায় ভারত। পরবর্তীত ভারতের তিন স্পিনার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা মিলে ১১ ওভারে দেন ৫.২৭ গড়ে ৫৮ রান। আবার পেসাররা দেন ৫.৪ ওভারে ৪৩ রান।


আরো পড়ুন

অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না: আফগানিস্তানের কোচ

৪ ঘন্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান দল, ফাইল ফটো

পুরো ম্যাচে স্পিনারদের দাপট দেখে ম্যাচ শেষে বাটলারের উপলব্ধি, ‘আমার মনে হয় না টস খুব বড় কোনো পার্থক্য গড়ে দিয়েছে। ওদের দলে চমৎকার সব স্পিনার ছিল। আমাদের দুজনও (রশিদ ও লিভিংস্টোন) খুব ভালো বোলিং করেছে।’


‘আমার বোধোদয় হচ্ছে, পিচে স্পিন যেভাবে ধরে, তাতে মঈনকেও বোলিং করানো উচিত ছিল। ওরা সংগ্রহটা বেশ বড় করে নিয়েছে, এরপর দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে তাড়া করাটা সব সময়ই কঠিন।’



এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছে ইংল্যান্ড। শিরোপা খুইয়ে ফেলায় হতাশ বাটলার। সামনের কোনো বড় আসরের আগে ইংল্যান্ডের খেলার ধরন নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


বাটলার আরও বলেন, ‘আমরা সবকিছুই পর্যালোচনা করব এবং পরিকল্পনা গ্রহণ করব। দল হিসেবে কীভাবে ভালো করা যায়, যারা জড়িত আছে, তাদের নিয়ে এবং খেলার স্টাইল নিয়েও আলোচনা করা দরকার। এ ধরনের একটি হারের পর শুধু একটা ম্যাচ, সর্বশেষ কয়েকটা ম্যাচের খেলাই পর্যালোচনা করার মতো সুযোগ তৈরি হয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball