promotional_ad

ব্যর্থ বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

১৮ ঘন্টা আগে
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুক্রবার (২৮ জুন) সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিমান বন্দর হতে যার যার গন্তব্যস্থল ত্যাগ করতে দেখা যায় তাদের।


টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও বিশ্বকাপে দেখা যায় অন্য এক বাংলাদেশ দলকে। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তারা।



promotional_ad

তারপর সাউথ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। এরপর অবশ্য গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয় শান্তবাহিনী।


তবে শেষ আটে বিভীষিকাময় সময় পার করে বাংলাদেশ। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা। তারপর ভারতের বিপক্ষে ৫০ রানে হারে বাংলাদেশ। যদিও দুই ম্যাচ হারার পরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।


সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় টাইগাররা। সেই ম্যাচে আফগানদের ছুঁড়ে দেয়া ১১৫ রানের লক্ষ্য ১২.১ ওভারে অতিক্রম করতে পারলেই স্বপ্নের সেমিফাইনালে পৌঁছে যেতে পারত বাংলাদেশ।



যদিও সেই ম্যাচ আট রানে হেরে শেষ আট থেকেই বিদায় নেয় বাংলাদেশ। তাওহীদ হৃদয় ছাড়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাট হাতে বিশ্বকাপে জ্বলে উঠতে পারেননি কেউই। সবাইকে হতাশ করেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও।


বোলারদের মধ্যে নিজেদের মেলে ধরেছেন তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেনরা। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদরাও দু'য়েক ম্যাচ বাদে পুরো আসরে ছন্দে ছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball