না ফেরার দেশে ডিএলএস পদ্ধতির উদ্ভাবক ডাকওয়ার্থ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
না ফেরার দেশে চলে গেলেন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির যৌথ আবিষ্কারক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে।
ক্রিকেটের মাঠের লড়াইয়ের সঙ্গে খুব ভালোভাবে জড়িয়ে আছে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতি। যা সংক্ষেপে ডিএলএস পদ্ধতি হিসেবে পরিচিত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচেও দেখা গেছে এই পদ্ধতির ব্যবহার।

এমনকি খেলার দিন মাঠে বৃষ্টি হলেই ধারাভাষ্যকারসহ দর্শকদের মনের কোনায় জমে উঠে ডিএলএস পদ্ধতির সমীকরণ। এমনকি সবশেষ ম্যাচেও ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি। মঙ্গলবার বাংলাদেশকে এই পদ্ধতিতে আট রানে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে আফগানিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার এই পদ্ধতি ব্যবহার করা হয় ১৯৯৭ সালে। এরপর ২০০১ সালে সীমিত ওভারের ক্রিকেটের জন্য এই নিয়মকে আইসিসি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ২০১০ সালে ডাকওয়ার্থ ও লুইস দুইজনকেই ‘মেম্বার অব দা অর্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার’ (এমবিই) স্বীকৃতি দেয়া হয়।
পরবর্তীতে এই পদ্ধতিতে কিছু পরিবর্তন আনেন অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্ন। এ কারণে ২০১৪ সাল থেকে এর নামকরণ করা হয় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন। ২০২০ সালে ৭৮ বছর বয়সে মারা যান লুইস।