promotional_ad

ফখরকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে চান ইউনিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের ক্রিকেটারদের মাঝে একতা নেই! এমন কথা বেশ পুরনো। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এমন কথা চাউর হয়েছে আরও একবার। মূলত প্রধান ক্যারি কারস্টেনই সামনে এনেছেন বাবর আজমদের একতার বিষয়টি। প্রায় একই ধরনের পরিস্থিতি ছিল ২০০৯টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সেবার ইউনিস খানের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান হেরেছিল প্রথম ম্যাচেই।


ইংল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের মাঝে যেমন একতা ছিল না তেমনি হতাশায় ভর করেছিল। তবে অধিনায়ক ইউনিসের হাত ধরে সবাই এক হয়ে পরের ছয় ম্যাচ জিতে শিরোপা নিয়ে বাড়ি ফেরে পাকিস্তান। টুইটারে সেটির স্মৃতি রোমন্থন করতে গিয়েই অধিনায়ক ইউনিসের প্রশংসা করেছেন শহীদ আফ্রিদি। সেই বিশ্বকাপের পর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে আর কোন ট্রফি জিততে পারেনি পাকিস্তান।



promotional_ad

গত বিশ্বকাপের রানার্স আপরা এবার অনেকটা প্রত্যাশা নিয়ে গেলেও ফিরতে হয়েছে খালি হাতেই। শেষ দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাবর আজমের দলকে। এমন হতাশাজনক পারফরম্যান্সে??? পর অধিনায়ক বাবরকে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বেশিরভাগ মানুষের চাওয়া নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হোক তাকে।


যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসখানেক আগেই নেতৃত্ব পেয়েছিলেন বাবর। তবে আইসিসির ইভেন্টে আরও একবার সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন তিনি। বাবর অধিনায়কত্ব ছাড়লে অনেকে মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে চাচ্ছেন সেই জায়গায়। তবে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনিসের তালিকায় নেই তাদের দুজন। বরং ফখর জামান কেন অধিনায়ক হতে পারবেন না সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন।


আফ্রিদির টুইটে রিটুইট করে ইউনিস লিখেছেন, ‘ফখর জামান কেন পাকিস্তানের অধিনায়ক হতে পারবে না? সে কি পারফর্মার নয়? সে কি গত ৫০ ওভারের বিশ্বকাপে ভালো করেনি? কে সেই বিশ্বকাপে আমাদের আশা দেখিয়েছিল? ফখরের (২০২৩ ওয়ানডে) বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি, তবে দ্বিতীয় ভাগে ঘুরে দাঁড়িয়েছে বলেই পাকিস্তান সাফল্য পেয়েছিল।’



ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেললেও দলের স্বার্থে নিজের পছন্দের জায়গা ছেড়েছেন ফখর। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতা পাকিস্তানের হয়েও ওপেনিং করেছিলেন তিনি। অথচ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁহাতি এই ব্যাটার খেলেছেন চারে। এমন একজনকে অধিনায়ক না করার কোন দেখছেন না ইউনিস।


পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘কে দলের জন্য নিজের ওপেনিং স্লট ছেড়ে দিয়েছে, চার-পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করছে? কে নিজের জায়গা ছেড়ে দিয়েছে? ফখর জামান। সে কেন অধিনায়ক হতে পারবে না?’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball