promotional_ad

ভারত-কানাডার ম্যাচও পরিত্যক্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচে সুপার এইটের সমীকরণ থাকায় ভেজা আউটফিল্ডের কারণে দফায় দফায় মাঠ পরিদর্শন করে প্রায় ঘণ্টা তিনেক অপেক্ষা করেছিলেন ম্যাচ অফিসিয়ালসরা। ভারত ও কানাডার ম্যাচে অবশ্য এত সময় নিলেন না তারা। আউটফিল্ড খেলার উপযোগী করে তুলতে না পারায় ঘণ্টাখানেকের অপেক্ষা শেষেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি।


সবশেষ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল ফ্লোরিডার লডারহিলে। টানা বৃষ্টির কারণে বন্যার শঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটিতে। আবহওয়া অনুকূলে না থাকায় কাভারে ঢেকে রাখতে হয় সেন্ট্রাল বোয়ার্ড পার্কের মাঠটি। ভারত ও কানাডার ম্যাচের সময় বৃষ্টি না থাকলেও টানা কয়েকদিনের বৃষ্টিতে ভিজে গেছে আউটফিল্ড।



promotional_ad

মাঠকে এমন অবস্থায় খেলার উপযোগী করে তুলতে পরিশ্রম চালিয়ে গেছেন গ্রাউন্ডসম্যানরা। যদিও তাদের পরিশ্রম কাজে আসেনি একটুও। এমনকি করা যায়নি টসও। বরং কয়েক দফায় ম্যাচ অফিসিয়ালসরা পরিদর্শন করার পর ভারত ও কানাডার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা দেয়া হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলেও খুব বেশি ক্ষতি হয়নি ভারতের।


নিজেদের আগের তিন ম্যাচের তিনটিতে জিতে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল রোহিত শর্মার দল। শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৪ ম্যাচে ভারতের পয়েন্ট হয়েছে ৭। এদিকে এক জয় ও এক ড্রয়ে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কানাডাকে।


এর আগে লডারহিলের আরও দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ‘ডি’ গ্রুপে থাকা শ্রীলঙ্কা ও নেপালের খেলা হওয়ার কথা ছিল এই ভেন্যুতে। কিন্তু টানা বৃষ্টির কারণে ১২ জুনের ম্যাচটি শুরু করা না যাওয়ায় পরিত্যক্ত হয়েছে। একই পরিস্থিতি হয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচের।



একই মাঠে হওয়ার কথা আছে পাকিস্তান ও আয়াল্যান্ডের ম্যাচটি। কয়েক দিনের বৃষ্টিতে পরিত্যক্ত হতে পারে সেটিও। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম তিন ম্যাচে মাত্র এক জয় পাওয়ায় গত বিশ্বকাপের রানার্স আপদের বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball