promotional_ad

টানা তিন জয়ে সুপার এইটে আফগানিস্তান, নিউজিল্যান্ডের বিদায়

promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে সুপার এইটের টিকিট পেল আফগানিস্তান। প্রথম দুটি ম্যাচ হেরে খাদের কিনারায় থাকায় পাপুয়া নিউগিনির দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু আফগানদের শক্তির কাছে পাপুয়া নিউ গিনির হার, সুপার এইটের পথ বন্ধ করে দিল কেন উইলিয়ামসনের দলের। ৭ উইকেটের জয়ে সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ আটে পা রাখল আফগানরা। 

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় আফগানিস্তান। ফজলহক ফারুকী ও নাভিন উল হকের তোপে পাপুয়া নিউগিনির ব্যাটিং অর্ডার ওলটপালট হয়ে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারে আসাদ ভালাকে রানআউট করে আফগানরা। কভার পয়েন্টে বল পাঠিয়ে তৃতীয় রান নিতে চেয়েছিলেন পাপুয়া নিউগিনি অধিনায়ক। কিন্তু হন ব্যর্থ ।


promotional_ad
তৃতীয় ওভারে ফারুকীর প্রথম দুই বলে লেগা সিয়াকা ও সিসি বাও রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। নাভিন টানা দুই ওভারে হিরি হিরি ও টনি উরাকে আউট করে ধসিয়ে দেন দলটির মিডেল অর্ডার। পাওয়ার প্লেতে ৩০ রানে ৫ উইকেট হারায় পাপুয়া নিউগিনি।
 
এরপর বোলিংয়ে এসে চ্যাড সোপার (৯) ও নরম্যান ভানুয়াকে (০) বিদায় করেন রশিদ খানর। ৫০ রানে ৭ উইকেট হারানোর পর কিপলিন দোরিগা ও আলেই নাওয়ের জুটিতে একশ ছাড়ানোর আভাস দেয় দলটি। কিন্তু ৩৮ রানে ভেঙে যায় এই জুটি।
 
নাও করেন ১৩ রান, ইনিংস সেরা ২৭ রান আসে দোরিগার ব্যাটে। শেষ তিন ওভারে বাকি ৩ ব্যাটারকে হারিয়ে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। ১৯.৫ ওভারে ৯৫ রানে অলআউট তারা। ফারুকী ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ২.৫ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট পান নাভিন।
 
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেনি আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে ওপেনিং জুটিতে একশ ছাড়ানো আফগানিস্তান এবার দুই ওপেনারকেই হারায় তিন ওভারের মধ্যে। রানের খাতা খোলার আগেই ফেরেন ইব্রাহিম জাদরান। নাও বোল্ড করেন গুরবাজকে (১১)। ২২ রানে ২ উইকেট হারায় আফগানরা।
 
ক্রিজে নামা গুলবাদিন নাইব শুরুতে সতর্ক ছিলেন। আস্তে আস্তে রানের গতি বাড়ান তিনি। আজমতউল্লাহ ওমরজাইকে (১৩) নিয়ে ৩৩ রানের জুটি গড়েন নাইব। ৫৫ রানে তিন উইকেট পড়ার পরও নাইব ও মোহাম্মদ নবী ক্রিজে থেকে আফগানদের জয় এনে দেন। 
 
১৬তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলকে জেতান নাইব। ৩৬ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৬ রানে খেলছিলেন নবী। ৩ উইকেটে ১০১ রান করে আফগানরা। ‘সি’ গ্রুপে তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান।
 
সংক্ষিপ্ত স্কোর-
 
পাপুয়া নিউ গিনি: ৯৫ অল আউট (১৯.৫ ওভার) (ডরিগা ২৭, নাও ১৩) (ফারুকি ৩/১৬)
 
আফগানিস্তান: ১০১/৩ (১৫.১ ওভার) (নাইব ৪৯*, নবি ১৬*) (কামিয়া ১/১৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball