শেবাগের সমালোচনার জবাবে সাকিব বললেন, 'জবাব দেয়ার কিছু নেই'

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে শুরুটা ভালো ছিল না সাকিব আল হাসানের। আর তাতেই সমালোচনার ঝড় বয়ে গেছে এই অলরাউন্ডারের ওপর দিয়ে। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগের তাচ্ছিল্যের শিকার হয়েছিলেন সাকিব।
বাংলাদেশের এই অলরাউন্ডারের আরও আগেই অবসর নেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি। সাকিব ব্যাট হাতে পারফর্ম করে সব সমালোচনার জবাব দিয়েছেন। যদিও ব্যাট হাতে পারফর্ম করেও বিনয় ঝরছে সাকিবের কণ্ঠে। তিনি মনে করেন কোনো ক্রিকেটার কখনও প্রশ্নের জবাব দিতে আসে না। দলের জন্য অবদান রাখাই তার প্রধান কাজ।

নেদারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন সাকিব। এই অলরাউন্ডার জানিয়েছেন উত্তর দেয়ার কিছু নেই তার। ভালো খেলতে না পারলে সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি।
সাকিব বলেছেন, 'একজন খেলোয়াড় কখনও কোন প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা, সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে।'
সাকিব যোগ করেন, 'সে যখন ফিল্ডিং করে তখন তার কাজ হচ্ছে প্রতিটা রান বাঁচানো, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেয়ার কিছু নেই কাউকে। বর্তমান একজন খেলোয়াড় সে দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে... সেটা যখন রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি সেটা খুব খারাপ কিছুও না।'
সাকিব দীর্ঘ ১৯ ইনিংস পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে শততম হাফ সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। সাকিবের সঙ্গে এদিন বাংলাদেশও বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। সাকিব আশবাদী পরের ম্যাচে অন্য কেউ বড় ইনিংস খেলে বাংলাদেশ দলকে এগিয়ে নেবেন।
নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেছেন, 'নিজেরটা নিয়ে কখনই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনও এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম আজকে হয়ত আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়ত অন্য কারও দিন আসবে।'