promotional_ad

টানা ৯ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মোহামেডান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা ৯ ম্যাচ জিতে নারী ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নব রাউন্ডের ম্যাচে তারা রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে।


এই ম্যাচে আগে ব্যাট করে ২৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে বেশ স্বস্তি নিয়েই বোলিং করতে নামে মোহামেডান। দলটির বোলারদের তোপে আর সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি মোহামেডান। এ নিয়ে ৯ ম্যাচে ৭ জয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে আসর শেষ করেছে রূপালী।


মোহামেডানের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল মুর্শিদা খাতুনের। এই বাঁহাতি ব্যাটার ৩ হাফ সেঞ্চুরি ও ১ সেঞ্চুরি ৪৪৬ রান করেছেন দলটির হয়ে। এর মধ্যে একটি ১৭৯ রানের ইনিংসও খেলেছেন তিনি। তার পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি।


promotional_ad

পুরো আসর জুড়েই দুর্দান্ত সময় কেটেছে মোহামেডানের আরেক ব্যাটার সোবহানা মুস্তারির। তিনি ৭ ইনিংসে ২ হাফ সেঞ্চুরির সঙ্গে এক সেঞ্চুরিতে ৩৭৭ রান করেছেন। শেষ রাউন্ডেও হেসেছে তার ব্যাট।


রূপালী ব্যাংকের বিপক্ষে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না মোহামেডানের। দলীয় ৩১ রান তুলতেই তারা ২ উইকেট হারায়। তৃতীয় উইকেতে ১১৪ রান যোগ করেন আয়েশা রহমান ও সোবহানা। মূলত এই জুটিতেই লড়াইয়ের রশদ পেয়ে যায় মোহামেডান। আয়েশা খেলেছেন ৮৮ বলে ৭২ রানের ইনিংস।


আর সোবহানা ৯১ বলে ৬৮ রান করেছেন। শেষদিকে রুমানা আহমেদের ৪০ বলে ৪০ রানের ইনিংসের সঙ্গে দিশা দীপকের ১৭ বলে ১৫ রানের ইনিংসে প্রায় ২৫০ ছোঁয়া সংগ্রহ পায় মোহামেডান। জবাবে খেলতে নেমে শুরুটা খারাপ ছিল না রূপালী ব্যাংকের। ওপেনিং জুটিতেই ৩৯ রান যোগ করেন দুই ওপেনার ইশমা তানজিম ও সাথী রানী।


ওপেনার সাথী ১৯ রান করে ফিরে গেলে ইশমাকে সঙ্গ দিতে আসেন ফারজানা হক পিঙ্কি। ইশমা আউট হন ৪৬ বলে ৫৪ রান করে। আর পিঙ্কির ব্যাট থেকে আসে ১০৯ বলে ৬৫। এরপর ছয় নম্বরে নামা ফারজানা আক্তার লিসার ব্যাট থেকে আসে ৫১ বলে ৪৮ রানের ইনিংস। আর কেউই বলার মতো রান করতে পারেনি।


শেষ ১৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরের রানার্সআপরা। মোহামেডানের হয়ে বল হাতে ৪৪ রানে ৫ উইকেট নেন দিশা কাসাত। এছাড়া লেগ স্পিনে ৩ উইকেট নিয়েছেন রুমানা। একটি করে উইকেট গেছে সেবকুন নাহার ও ফাতেমা আক্তারের ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball