promotional_ad

শীর্ষস্থান হারিয়ে পাঁচে সাকিব, ১০৮ ধাপ এগোলেন তানজিম

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। দীর্ঘ দিন পর সেরা দুইয়ের মধ্যেও নেই বাংলাদেশের এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো সময় যাচ্ছে না সাকিবের।


লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। এরপর ব্যাট হাতে ফিরেছিলেন মাত্র ৮ রান করে। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে এক ওভারের বেশি বল করার সুযোগ পাননি তিনি। সেই ওভারে ৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। 


promotional_ad

এরপর ব্যাট হাতে নেমে ৩ রান করে আউট হয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে সাকিব ৪ ধাপ পিছিয়ে নেমে গেছেন পাঁচ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় তার রেটিং পয়েন্ট এখন ২০৮। শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবি।


দুই ও তিন নম্বরে আছেন মার্কাস স্টইনিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ নম্বরে রয়েছেন সিকান্দার রাজা। নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারানোর ম্যাচে ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মেরে ফিরলেও বল হাতে সফল ছিলেন নবি। ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তাতেই ২৩১ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। এগিয়েছেন ২ ধাপ।


আর ওমানের বিপক্ষে ৬৭ রানের অপরাজিত ইনিংসের পর ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছেন স্টাইনিস। এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি আছেন ১৩তম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। এরপর অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে কোনো উইকেট পাননি তিনি। তবে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচা করে প্রশংসিত হয়েছিলেন তিনি। 


সেই ম্যাচে দুটি করে উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। তার অবস্থান এখন ১৯তম স্থানে। আর লঙ্কানদের বিপক্ষে ৩ উইকেট নেয়া লেগ স্পিনার রিশাদ হোসেন প্রোটিয়াদের বিপক্ষে পেয়েছেন একটি উইকেট। ২৪ ধাপ এগিয়ে সেরা ৩০এ জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার।


লম্বা লাফ দিয়েছেন তানজিম হাসান সাকিব। সাউথ আফ্রিকার ব্যাটিং অর্ডার ওলট পালট করে দেয়া এই পেসার নিয়েছিলেন ৪ উইকেট। এগিয়েছেন ১০৮ ধাপ। আছেন যৌথভাবে ৯৮তম অবস্থানে। ব্যাটারদের মধ্যে ৩২ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়। বিশ্বকাপে দুই ম্যাচে ৪০ ও ৩৭ রানের ইনিংস খেলা এই ব্যাটারের অবস্থান এখন ২৭ নম্বরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball