promotional_ad

কানাডার বিপক্ষে ম্যাচের আগে মনোবল ভেঙে পড়েছে বাবর-শাহীনদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে অঘটনের শিকার হয়েছে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ১২০ রানের লক্ষ্যে খেলতে নেমেও জিততে পারেনি বাবর আজমের দল। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় রয়েছে দলটি।


মঙ্গলবার রাতে তারা কানাডার বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচের আগে মানসিকভাবে ভেঙে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন দলটির সহকারী কোচ আজহার মাহমুদ। তিনি জানালেন টানা দুটি ম্যাচে হেরে পাকিস্তানের ক্রিকেটারদের হৃদয় ভেঙে গেছে।


তিনি কানাডার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের এই কোচ বলেছেন, ‘দুটি হারের পর প্রত্যেকের হৃদয়ই ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের কাছে হারের চেয়ে ভারতের কাছে হারটি ছিল বেশি হতাশার। এই মুহূর্তে দলের মনোবল অনেক কমে গেছে।’



promotional_ad

অবশ্য মনোবল হারালেও কানাডার বিপক্ষে জিতে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। সেই প্রত্যাশা নিয়ে আজহার বললেছেন, ‘আমাদের যেহেতু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, তাই মনোবল চাঙা করাটা খুব প্রয়োজন। সবকিছু শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমরা আশা হারাচ্ছি না।’


ভারতের বিপক্ষে জয়ের পথেই ছিল পাকিস্তাব। মূলত শেষ ৫-৬ ওভারেই খেই হারিয়ে ফেলেছিল তারা। সেই হারের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানের এই কোচ বলেছেন, ‘আমাদের শট নির্বাচন ঠিক ছিল না। যেটা রান রেট ১০-এ নিয়ে গেছে। আমরা ১৫ ওভার পর্যন্ত ভালো খেলছিলাম। আমরা দল হিসেবে হেরেছি এবং কোনো ব্যক্তিকে দায় দিতে পারি না।’


নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে এই হারের দায় দিতে চান না আজহার। তিনি মনে করেন এই ব্যর্থতার জন্য দায়ী পুরো ম্যানেজমেন্ট। পাকিস্তানের জন্য এখন বড় চ্যালেঞ্জ নিজেদের প্রতি বিশ্বাস রাখা সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তিনি আশাবাদী সবাইকে ভুল প্রমাণ করতে পারবেন তারা।


আজহার বলেন, ‘ব্যর্থতার দায়ভার পুরো ম্যানেজমেন্টের। আমরা সবাই ভুল করেছি। কোনো খেলোয়াড় যদি নিজের সামর্থ্যে সন্দেহ করতে শুরু করে, তখন সবকিছু খুব কঠিন হয়ে যায়। নিজেদের প্রতি বিশ্বাস রেখে যদি আমরা খেলতে পারি, সবাইকে ভুল প্রমাণ করা যাবে।’



কানাডা দলকে সমীহ করে আজহার যোগ করেন, ‘এখন আর ভুল–বোঝাবুঝির কোনো সুযোগ নেই। কেউ যদি কোনো প্রতিপক্ষকে সহজ ভাবে, আন্তর্জাতিক ক্রিকেটে তাদের কোনো জায়গা নেই। কানাডা দলেও এমন খেলোয়াড় আছে, যারা আমাদের বিপক্ষে ভালো খেলতে পারে। যেকোনো মূল্যে এই ম্যাচ আমাদের জিততে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball