promotional_ad

চাপে থাকা পাকিস্তানকে চেপে ধরতে চায় কানাডা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে কানাডা। এরপর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে দলটি। মঙ্গলবার তারা তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দলটি।


কানাডার অধিনায়ক সাদ বিন জাফর মনে করেন তাদের সামর্থ্য আছে যেকোনো দলকেই হারানোর। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে। দ্বিতীয় ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও পাত্তা পায়নি।  এবার তাদেরকেই হারানোর প্রত্যয় নিয়ে মাঠে নামছে কানাডা।



promotional_ad

এ প্রসঙ্গে কানাডার অধিনায়ক বলেছেন, 'সবাই ইতিবাচক মানসিকতায় আছে। আমাদের সবশেষ ম্যাচটি খুবই ভালো হয়েছে। এটা আমাদের মধ্যে এই বিশ্বাস তৈরি করেছে যে, আমরা যদি ওই দিনটিতে ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারব।'


পাকিস্তাদ দলের বাবর আজম-শাহীন শাহ আফ্রিদির মতো তারকারা রয়েছেন। তবে টানা দুই ম্যাচে হারের ফলে দলটির আত্মবিশ্বাস এখন তলানিতে। ফলে কানাডার বিপক্ষে বাড়তি চাপ নিয়ে মাঠে নামতে হবে বাবরের দলকে। এই সুযোগ কাজে লাগাতে চান কানাডার অধিনায়ক।


তিনি বলেছেন, 'আমি জানি, আমরা পাকিস্তানের মতো শীর্ষমানের ও অনেক অভিজ্ঞ একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তবে বাস্তবতা হচ্ছে, তারা যে ঘরানার ক্রিকেটের জন্য পরিচিত সেটা খেলতে পারছে না।'



নিজেদের পরিকল্পনা নিয়ে সাদ বলেছেন, 'তারা চাপে আছে। প্রথম দুটি ম্যাচ হেরেছে। তাই, ওই দিন যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং ম্যাচের শুরুতে তাদেরকে চেপে ধরতে পারি, তাহলে যেকোনো কিছু সম্ভব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball