promotional_ad

বাংলাদেশের সমর্থকদের চুপ করিয়ে দিতে চান মার্করাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশ দলের সমর্থক। বিশ্বের যেকোনো প্রান্তে খেলতে গেলেই লাল সবুজের জার্সিতে জনসমুদ্র দেখা যায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সদূর যুক্তরাষ্ট্রে। সেখানেও আছেন বাংলাদেশি প্রবাসীরা।


তারা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে যাচ্ছেন মাঠে। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। সেই ম্যাচেও বাংলাদেশের বিপুল সমর্থকদের দেখা গিয়েছে। টাইগারদের পরের ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে।



promotional_ad

সেখানেও আছেন অনেক বাংলাদেশি। অবধারিতভাবেই বাংলাদেশের দর্শকরা যাবেন বাংলাদেশের খেলা দেখতে। টাইগার দর্শকরাই সাউথ আফ্রিকার চিন্তার বড় কারণ। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম মনে করেন মাঠে যে দলের সমর্থক থাকে তারাই ম্যাচের মোমেন্টাম পেয়ে যায়।


তাই পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের দর্শকদের চুপ করিয়ে দিতে চান তারা। আপাতত মাঠের ক্রিকেটেই মনোযোগ দিতে চান সাউথ আফ্রিকার অধিনায়ক। তার বিশ্বাস ভালো খেললেই বাংলাদেশের দর্শকরা চুপ থাকবেন।


বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্করাম বলেছেন, 'এখানে বাংলাদেশের অনেক সমর্থক থাকবে, আমি নিশ্চিত। আমরা এটা লম্বা সময় ধরেই করে আসছি। বাউন্ডারি লাইনের ভেতরে কী হচ্ছে আমাদের মনোযোগ সেদিকেই। দর্শকরা যাদের বেশি সমর্থন দেয় তারা ম্যাচের মোমেন্টাম পেয়ে যায়। তারা যদি চুপ থাকে তার মানে আমরা ভালো করছি। আমরা ভালো খেলতে চাই এবং যতটা সম্ভব তাদের চুপ করিয়ে রাখতে চাই।'



টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল প্রোটিয়ারা। শনিবার রাতে নেদারল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মার্করামের দল। বাংলাদেশের বিপক্ষে জিতলেই তাদের সুপার এইট নিশ্চিত করবে দলটি।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball