promotional_ad

১২৫ রান টপকাতে আমাদের এত কষ্ট করা ঠিক হয়নি: সুজন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

১৮ ঘন্টা আগে
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দারুণ সূচনায় সন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন। তবে ১২৫ রানের লক্ষ্য অতিক্রম করতে গিয়ে টাইগার ব্যাটারদের এতো 'কষ্ট' পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালকের।


আগে ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের অসাধারণ পারফরম্যান্সের সামনে ৯ উইকেটে ১২৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে তাওহীদ হৃদয়ের ২০ বলে ৪০ এবং লিটন দাসের ৩৮ বলে ৩৬ রানের ইনিংসে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।


কিন্তু এই লক্ষ্যে পৌঁছাতে রীতিমতো ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। আটটি উইকেট হারিয়ে প্রশান্তির দুই পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে উচ্ছ্বসিত সুজন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারায় এবং প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে সেভাবে রান করতে না পারায় ব্যাটারদের চোখেমুখে 'প্রবল চাপ' উপলদ্ধি করেছেন তিনি।



promotional_ad

এ নিয়ে সুজন বলেন, 'জয় তো জয়ই। টেবিলে তিন নম্বরে আছি। এক ম্যাচে দুই পয়েন্ট নিয়ে। তবে যদি আপনি বলেন.. তৃপ্তির জয় না। অবশ্যই এর থেকে ভালোভাবে পার হয়ে যাওয়া উচিত ছিল আমাদের। সেই দলই আমরা। এর থেকে ভালো দল আমরা। আমি মনে করি ১২৫ রান অতিক্রম করতে গিয়ে আমাদের এতো কষ্ট করা দরকার ছিল না।'


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

'যেহেতু আমরা একটু চাপে ছিলাম। আমেরিকার সঙ্গে দুটি ম্যাচ হারলাম, ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা শেষ করতে পারিনি। অবশ্যই আমাদের ব্যাটিং গ্রুপ একটু চাপে ছিল। লিটন, সৌম্য, শান্তকে নিয়ে অনেক কথা হচ্ছিল। চাপে ছিল এটা ওদের চেহারা দেখেই বুঝেছি, অনেক চাপে ছিল। তারপরও যে স্বস্তির জয়টি এসেছে এটা খুব গুরুত্বপূর্ণ।'


'ডি' গ্রুপে বাংলাদেশের এমন জয় পরবর্তীতে আত্মবিশ্বাস যোগাবে বলেই বিশ্বাস সুজনের। জাতীয় দলের সাবেক এই টিম ম্যানেজারের মতে, বাকি তিনটি ম্যাচ একটু দেখেশুনে খেলতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে টাইগারদের।


সুজন আরও বলেন, 'এখান থেকে ঘুরে দাঁড়ানোর টনিক হিসেবে কাজ করবে। যদিও পরের ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে। নিউইয়র্কের উইকেটে খেলা হবে। সেখানকার উইকেটে আমি খেলা দেখেছি সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কার।'



'সেটা কঠিন উইকেট। ব্যাটাররা কীভাবে খেলে দেখতে হবে। এরপর নেদারল্যান্ডস আর নেপালের সাথে জিতলে আমরা হয়ত সুপার এইটে যাব। আশা করি এখান থেকে ভালোভাবে ফিরে আসব। বাকি তিনটা ম্যাচ আমরা ঠিকমতো শেষ করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball