promotional_ad

বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচের ভেন্যু নিয়ে আইসিসির বিবৃতি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর আয়োজনের স্বাদ পাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দেশটিতে।


যদিও উইকেট নিয়ে বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়েছে দেশটিকে। বিশেষ করে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত হয়েছে দুটি ম্যাচ। দুটি ম্যাচেই উইকেটের আচরণ ছিল অস্বাভাবিক। ব্যাটারদের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।



promotional_ad

এই মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। ১৯.১ ওভার খেলে তারা এই রান সংগ্রহ করেছিল। জবাবে স্বস্তির জয় পায়নি প্রোটিয়ারা। জিততে তাদের খেলতে হয়েছে ১৬.২ ওভার। এই মাঠেই বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে খেলবে।


ম্যাচের আগে এই মাঠের উইকেট নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা এরই মধ্যে বুঝতে পেরেছেন নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেট প্রত্যাশা মতো হয়নি। উইকেট ভালো করতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা।


বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আইসিসি বুঝতে পেরেছে আমরা সবাই যেরকম আশা করেছিলাম, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো সেরকম আচরণ করেনি।’



পরের ম্যাচগুলোতে ভালো উইকেটের আশ্বাস দিয়ে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘গতকালের ম্যাচের পর থেকে বিশ্বমানের মাঠকর্মীরা কঠিন পরিশ্রম করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, (এ ভেন্যুতে) পরের ম্যাচগুলোর জন্য যাতে সম্ভাব্য সেরা উইকেট দেওয়া যায়।'


যদিও এত দ্রুত সময়ের মধ্যে উইকেট কীভাবে ভালো করা যাবে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি আইসিসি। এদিকে বাংলাদেশ শনিবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। তুলনামূলকভাবে এই মাঠের উইকেট বেশ স্বাভাবিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball