promotional_ad

ম্যাচ উইনাররা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সফল দল ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব আছে তাদের। তবে গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ভালো যায়নি ক্যারিবীয়দের। এবার তারা নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে।


তাই বড় স্বপ্ন নিয়ে মাঠে নামতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে দারুণ ফর্মে আছেন নিকোলাস পুরান। তিনি নিজেও সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন পুরান। তবে সুপার টুয়েলভে জায়গা করে নিতে পারেনি তারা।


তাদের টপকে সুপার টুয়েলভে জায়গা পেয়েছিল আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। আগের আসরে সুপার টুয়েলভে ৫ পঞ্চম হয়ে আসর শেষ করেছিল তারা। পুরান জানিয়েছেন নিজ দেশের সমর্থকদের সামনে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে চান তারা।



promotional_ad

পুরান বলেন, 'প্রায় দুই বছর পর এখানে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) এসে, দলের সবাই ওই দুটি বিশ্বকাপ জেতার বিশেষ সেই অনুভূতি পেতে চায়। আমার মনে হচ্ছে, সবাই আবারও ওই মুহূর্তটা চায়। তারা জয়ী দলের অংশ হতে চায়। নিজ দেশের সমর্থকদের সামনে এটি করতে পারা হবে বিশেষ কিছু।'


ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে খেলবে 'সি' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, আফগানিস্তান ও উগান্ডা। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও বড় কোনো অঘটন না ঘটলে সুপার এইটে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। 


অবশ্য নিজেদের ওপর বিশ্বাস রেখে পুরান বলছেন, 'আমরা জানি এখানে আমাদের সামনে ঠিক কী আছে। নিজেদের পুনরায় আগের জায়গায় নেওয়া, ক্যারিবিয়ান ও বিশ্বজুড়ে আমাদের সমর্থকদের খুশি করার একটি সুযোগ আছে আমাদের সামনে। এবার আমরা ক্রিকেটার হিসেবেও আগের চেয়ে ভালো। আমাদের বেশিরভাগ ছেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। তারা জানে পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য কী প্রয়োজন।'


আইপিএলের ব্যস্ততার কারণে মূল ক্রিকেটারদের ছারাই ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এই সিরিজ জয়ই বড় অনুপ্রেরণা ক্যারিবীয় দলের জন্য। বিশেষ করে পুরান মনে করেন পার্থে ওয়েস্ট ইন্ডিজের অসম্ভব লক্ষ্য তাড়া করার ম্যাচটি বেশি প্রেরণা যোগাবে।



তিনি বলেন, 'পার্থে শেষ ম্যাচটির কথা আমার মনে আছে। আমরা সম্ভবত ৭০ রানে ৪ উইকেট (৭৯ রানে ৫) হারিয়ে ফেলি। সেখান থেকে আমরা ২১৫ রান (৬ উইকেটে ২২০) করি। রাসেল ও রাদারফোর্ড দুজনই ৭০ রানের ইনিংস খেলে (যথাক্রমে ৭১ ও ৬৭)। তারা অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে তুলাধুনা করে দিয়েছিল। তারা থাকায় আপনাকে তেমন চিন্তা করতে হয় না।'


মূলত ম্যাচ উইনাররাই বড় স্বপ্ন দেখাচ্ছেন পুরানকে। তিনি বলেছেন, 'পাশাপাশি এটিও বলে রাখতে চাই, প্রত্যেক ক্রিকেটারেরই তাদের নিজেদের দায়িত্ব আছে। তবে আমাদের দলের সৌন্দর্য হল, আমাদের এমন ক্রিকেটার আছে যারা নিজেদের দিনে একাই টি-টোয়েন্টি ম্যাচ জেতাতে পারে। আপনি এটাই চাইবেন। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball