promotional_ad

ব্যাটিংয়ে বিশ্বকাপে স্পেশাল কিছুর আশায় শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ কয়েকমাস ধরেই ধারাবাহিকভাবে রান তুলতে পারছেন না বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্রের পর প্রস্তুতি ম্যাচে এসেও ব্যর্থ হয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শুরু থেকেই বাড়তি বাউন্স এবং গতি পেয়েছেন পেসাররা। সেটা কাজে লাগিয়ে শুরুতেই আর্শদীপ সিং ফিরিয়ে দিয়েছেন সৌম্য সরকার ও লিটনকে।


বাকিদের তোপে ফিরেছেন তানজিদ হাসান তামিম, শান্ত এবং তাওহীদ হৃদয়। ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়ায় মাত্র ৪১ রানে ৫ উইকেট হারিয়ে বসে নড়বড়ে বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান ৭৫ রানের জুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। পুরো ম্যাচ জুড়ে নিজেদের ব্যাটিংয়ের পুরনো ছবিটাই ভাসিয়ে তোলার চেষ্টা করেছেন ব্যাটাররা। যদিও বোলারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক শান্ত।


বিশেষ করে রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের শেষ দুটি ওভার নজর কেড়েছে তার। যদিও ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ লুকাননি বাংলাদেশের অধিনায়ক। তবে বিশ্বকাপের আসল ম্যাচে স্পেশাল কিছু করার আশার কথা শুনিয়েছেন শান্ত। সেই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথাও স্বীকার করেছেন তিনি।



promotional_ad

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয় না (পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়েছে)। কিন্তু বোলাররা দারুণ করেছে। শরিফুল এবং রিশাদ যেভাবে ওই দুই ওভার বোলিং করেছে সেটা নিয়ে সত্যিই খুশি। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব।’


বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচটি হারে বাংলাদেশ। এদিকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলে তারা। যেখানে ২-১ ব্যবধানে হেরেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এবার বাংলাদেশকে হারতে হলো প্রস্তুতি ম্যাচে, ভারতের বিপক্ষে। যেখানে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা।


যদিও পুরোনো জিনিস নিয়ে ভাবতে চান না বাংলাদেশের অধিনায়ক। নিজেদের আরও বেশি সাহসী হওয়ার আহ্বান জানিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (আত্মবিশ্বাসে কতটা ঘাটতি হলো)। কিন্তু পূর্বে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’


জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। অনুশীলনে ফিরলেও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি ডানহাতি এই পেসারকে। এদিকে শ্রীলঙ্কা সিরিজের পর ভারতে গিয়ে আইপিএলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর দেশে ফিরে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষেও।



যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তিন ম্যাচে খেলা মুস্তাফিজকে তাই বিশ্রাম দিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। তারা দুজন ফিরলে চিত্র ভিন্ন হবে বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (তাসকিন, মুস্তাফিজ ফিরলে বুস্টআপ হবে)। তাসকিন এবং মুস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দুজন যখন ফিরবে তখন ভিন্ন কিছু হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball