promotional_ad

শরিফুলের হাতে সেলাই, মাঠের বাইরে থাকতে পারেন এক সপ্তাহ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শরিফুল ইসলামের লেংথ ডেলিভারিতে বোলারের স্ট্রেইট ড্রাইভ খেলার চেষ্টা করেছিলেন হার্দিক পান্ডিয়া। ফলো থ্রুতে বল আটকানোর চেষ্টায় বাঁ হাতের তালুতে চোট পান শরিফুল। হাতে বল লাগার পরই মাটিতে বসে যান বাঁহাতি এই পেসার। প্রস্তুতি ম্যাচ হওয়ায় তৎক্ষণাৎ ফিজিও এসে মাঠের বাইরে নিয়ে যান তাকে। চোট নিয়ে শরিফুল উঠে যাওয়ায় ২০তম ওভারের শেষ বলটি করেছেন তানজিম হাসান সাকিব।


১৮৩ রান তাড়ায় তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার যখন ব্যাটিংয়ে নামেন তখন শরিফুলকে নিয়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালে। ম্যাচ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, বাঁহাতি এই পেসার পর্যবেক্ষণের মাঝে আছেন এবং দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।


promotional_ad

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শরিফুলের চোট নিয়ে শান্ত বলেন, ‘সে (শরিফুল) এখনও পর্যবেক্ষণের মাঝে আছে। সে এখন হাসপাতালে রয়েছে। খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে।’ যদিও সহসাই মাঠে ফেরা হচ্ছে না বাংলাদেশের এই পেসারের। টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে থাকলেও তালুতে বল লাগায় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনির মাঝের অংশ ফেটে গেছে।


যেখানে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেলাই দিতে বলা হয়েছে। এরপর শরিফুলের হাতে পাঁচটি সেলাই দেয়া হয়েছে। পর্যবেক্ষণে থাকার পর আগামী ২-৩ দিনের মাঝে তাকে নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে বাঁহাতি এই পেসারের চোটের যে ধরণ তাতে অন্তত এক সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না। 


যদিও এর আগে হাতে সেলাই বা চোট নিয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে অনেক ক্রিকেটার। তবে শরিফুলের চোট যেহেতু বোলিং হাতে যার ফলে তার জন্য ফেরাটা একেবারে সহজ হবে না। বাংলাদেশের এই পেসার কবে নাগাদ ফিরতে পারেন আপাতত এটাই দেখার বিষয়। 


এদিকে এক সপ্তাহের আগে ফিরতে না পারলে ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন শরিফুল। যদিও তা এখনও নিশ্চিত নয়। এদিকে চোট নিয়ে মাঠের বাইরে যাওয়ার আগে বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ভারতের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ৩.৫ ওভারে ২৬ রান খরচায় সাঞ্জু স্যামসনের উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball