promotional_ad

ভারতের বিপক্ষে ম্যাচকে ‘আইপিএলের অডিশন’ বলছেন উথাপ্পা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লির মেন্টর পিটারসেন

২৭ ফেব্রুয়ারি ২৫
প্রথমবারের মতো আইপিএলে কোচিং করাবেন কেভিন পিটারসেন

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে কেউ ভালো খেললে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সহজেই দল পেয়ে যায় সেই ক্রিকেটার, এমনটাই মনে করছেন রবিন উথাপ্পা। এক্ষেত্রে ভারতের বিপক্ষে কোনো দলের ম্যাচকে 'আইপিএলের অডিশন' বলছেন ভারতের সাবেক এই ওপেনার।


ভারতের বিপক্ষে কোনো ক্রিকেটার ভালো খেললে আইপিএলে দল পেয়ে যান সেই ক্রিকেটার। এমন নজির দেখা গেছে অসংখ্যবার। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২২) ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন লিটন।



promotional_ad

এরপরের বছর আইপিএলের নিলাম থেকে লিটনকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও ভারতের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করেছিলেন ড্যারিল মিচেল। পরবর্তীতে সেই ক্রিকেটারকে ২০২৪ আইপিএলের দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস।


এ ছাড়া ভারতের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে ৮০ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা। ২০২৪ আইপিএলের জন্য তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও ইনজুরির কারণে আইপিএলে খেলতেই পারেননি তিনি।


এসব নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউভ চ্যানেলে কথা বলেন রবিন উথাপ্পা। তিনি বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা যখন ভারতে খেলতে আসে এটা তাদের একটা সুযোগ নিজেদের ইমপ্যাক্ট দেখিয়ে আইপিএলে আসার রাস্তা খুলে ফেলা। এটা এখন খুব স্বাভাবিক বিষয়। যেকোনো সময় কেউ যদি ভারতের বিপক্ষে খেলে, এটা যেন আইপিএলে ঢোকার একটা অডিশন।'



শুধু ভারতের বিপক্ষে নয়, ভারতের মাটিতে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদেরও আলাদাভাবে মূল্যায়ন করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। রাচিন রবীন্দ্র, জেরাল্ড কোয়েটজি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো ক্রিকেটাররা বিশ্বকাপে ভালো খেলেই আইপিএলে প্রথমবারের মতো সুযোগ করে নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball