promotional_ad

আরেকটি বিশ্বকাপে খেলতে চান সাকিব

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনেকেরই ধারণা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ২০ ওভারের ফরম্যাটকে বিদায় বলে দেবেন সাকিব আল হাসান। তবে এই অলরাউন্ডার নিজের মনে আরেকটি বিশ্বকাপ খেলার সুপ্ত বাসনা বাঁচিয়ে রেখেছেন। সম্প্রতি বিসিবির প্রকাশিত এক ভিডিওতে আরেকটি বিশ্বকাপ খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।


২০০৭ সালে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয় তখন থেকেই এই ফরম্যাটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ সাকিব। এরপর প্রতিটি বিশ্বকাপেই বাংলাদেশের অন্যতম ভরসার প্রতিক ছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি।


নিজের প্রত্যাশার কথা জানিয়ে সাকিব বলেছেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।'



promotional_ad

শুধু সাকিবই নন। ভারতের রোহিত শর্মাও এখনও পর্যন্ত সবগুলো বিশ্বকাপ খেলে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। এবারের বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের সমর্থকরা বড় স্বপ্ন দেখছে। সাকিবও চান আগের সব বিশ্বকাপের চেয়ে এবারের আসরে ভালো পারফর্ম করুক বাংলাদেশ।


তিনি বলেন, 'আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়ে??্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’


পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাকিব। ফলে দেশটির পরিবেশ বেশ ভালো করেই জানা এই অলরাউন্ডারের। দেশটিকে নিজের 'সেকেন্ড হোম' বলে স্বীকার করে নিলেও অভিজ্ঞতা থেকে সুবিধা নিতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন তিনি। তবে এখানকার উইকেটের সঙ্গে বাংলাদেশের সাদৃশ্য আছে বলে মনে করেন সাকিব।


তিনি বলেছেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা, এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’



বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই এক যুগেরও বেশি সময় খেলেছেন সাকিব। তবে সবচেয়ে পছন্দের ফরম্যাট তার টি-টোয়েন্টি। বিশেষ করে দর্শকরা এই ফরম্যাটকে অনেক পছন্দ করেন। টি-টোয়েন্টি এক তরফা টুর্নামেন্ট হওয়া সম্ভব নয় বলেই ধারণা এই অলরাউন্ডারের।


এ প্রসঙ্গে খোলাসা করে সাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয় এটা ওয়ানডেরই বর্ধিত সংস্করণ। ওভার কাটলে যেটা হতো সেটাই। অনেক রোমাঞ্চকর। দর্শকেরা অনেক পছন্দ করেন। আমি একটি জিনিসই শুধু মনে করি যে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে। যেকোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়। সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না। আমি মনে করি এবারও একইরকম হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball