promotional_ad

টাইগার্স ক্যাম্পে জাতীয় দলের সুবাস পাচ্ছেন জাকির-জয়রা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। ‘ক্রিকেটের অফ সিজন ক্যাম্পে’ মুশফিকুর রহিমের সঙ্গে অনুশীলনে নিয়মিত ব্যস্ত সময় পার করছেন মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়রা। শুধু তারা তিনজনই নয় টাইগার্স ক্যাম্পে আছেন সাদমান ইসলাম, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের মতো টেস্ট দলের ক্রিকেটাররা।


২১ সদস্যের স্কোয়াডের বেশিরভাগই ইতোমধ্যে জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন বিভিন্ন সংস্করণে। যার ফলে বাংলাদেশ টাইগার্স নামে ক্যাম্প করলেও এটা অনেকটা ‘জাতীয় দলের’ মতোই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রকাশিত ভিডিওতে মাহমুদুল হাসান জয়ও বললেন এমনটাই। সেই সঙ্গে তরুণ এই ওপেনার জানিয়েছেন, জাতীয় দলের মানের সুযোগ-সুবিধা পাচ্ছেন তারা।



promotional_ad

এ প্রসঙ্গে জয় বলেন, ‘এখানে আমাদের দেশের সেরা কোচ আছেন, সিনিয়র ভাইরা আছেন। আমি বলব, এটা অনেকটা দ্বিতীয় জাতীয় দল। যেমন সুবিধাদির মধ্যে আমরা কাজ করছি, জাতীয় দলের মানের মতোই হচ্ছে।’


জাকিরও শোনালেন প্রায় একই ধরনের কথা। বাঁহাতি এই ওপেনারের মতে, জাতীয় দলের মতো ইনটেনসিটিতে অনুশীলন হলেও ক্যাম্পে বাড়তি সময় পাচ্ছেন তারা। যার ফলে আরও বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেখছেন তিনি। জাকির বলেন, ‘জাতীয় দলে যেমন হাই ইনটেনসিটির অনুশীলন হয়, এখানেও হচ্ছে। আমার মনে হয়, এখানে আরও লম্বা সময় হচ্ছে।’


‘যেহেতু জাতীয় দলে যত দিন করেছি সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি। ওখানে হয়তো এমন সারা দিন করার মতো সময় থাকে না। ক্লান্তি, বিশ্রাম, ম্যাচ প্রস্তুতির ব্যাপার থাকে। এখানে যেহেতু লম্বা সময় পেয়েছি, সারা দিন করে আরও বেশি বেশি এগোতে পারব।’



আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবারের আসর। এর আগে সেপ্টেম্বরে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। কিন্তু জুন এবং জুলাই মাসে একেবারে অবসরে থাকতে হতো ক্রিকেটারদের। তবে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ায় নিজেদের ছোট ছোট জিনিস নিয়ে কাজ করার সুযোগ হচ্ছে জাকিরদের।


এমনটা জানিয়ে তিনি বলেন, ‘এরকম ক্যাম্প আমাদের জন্য খুবই জরুরি। এই যে ফাঁকা সময়টা... ফাঁকা সময় বলতে এখন তো আমাদের সামনের মৌসুম শুরু হবে, টুর্নামেন্ট শুরু হবে বা সিরিজ হবে। যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে এরকম বড় ফাঁকা সময় পেলে ছোট ছোট যে কাজ করার জায়গাগুলো আছে, কাজ করা যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball