promotional_ad

এটা পিএসএল নয়, সাইমকে খোঁচা দিয়ে মালিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের ‘দ্বিতীয় সারির’ দলের বিপক্ষে হারের পর আয়ারল্যান্ডের সঙ্গেও একটি ম্যাচে হার দেখতে হয়েছে পাকিস্তানকে। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এজবাস্টনে ইংল্যান্ডের কাছে পাকিস্তান পরাজিত হয়েছে দ্বিতীয় ম্যাচে। ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের কাছে হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে বাবর আজমের দলকে। সমালোচনার অংশ হিসেবে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব মালিক।


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে ঝলক দেখিয়ে আলোচনায় আসেন সাইম আইয়ুব। পিএসএলের সবশেষ মৌসুমে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন তিনি। দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে পারফর্ম করে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান সাইম। টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টও খেলেছেন বাঁহাতি এই ওপেনার। যদিও ২০ ওভারের ক্রিকেটে এখনও নিজের ছাপ রাখতে পারেননি তিনি।



promotional_ad

সবশেষ ৯ ম্যাচের ৮ ইনিংসের ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন সাইম। যেখানে মাত্র কেবল তিনটি ম্যাচে বিশ পেরোনো ইনিংস খেলেছেন। চারটি ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। সর্বোচ্চ ইনিংসটা সাইম খেলেছেন ৪৫ রানের। এমন পারফরম্যান্সের পরও অনুমেয়ভাবেই প্রশ্ন উঠছে তাকে ঘিরে। সমালোচনা করতে গিয়ে সাইমকে নিয়েই খানিকটা খোঁচা দিয়েছেন মালিক। পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার মনে করিয়ে দিয়েছেন পিএসএল এবং আন্তর্জাতিক ক্রিকেট এক নয়।


এদিকে পাকিস্তানের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন চান মালিক। বাবর, মোহাম্মদ রিজওয়ান ও সাইমকে নিয়ে ওপেনিংয়ের পরিকল্পনা করায় ফখর জামানকে চারে খেলাচ্ছে পাকিস্তান। তবে সেখানে পরিবর্তন চেয়ে রিজওয়ানের সঙ্গে ইনিংস শুরু করতে ফখরকে চান। এরপর যথাক্রমে বাবর, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম এবং শাদাবকে ব্যাটিংয়ে দেখতে চান তিনি।


নিজের এক্স অ্যাকাউন্টে মালিক এ প্রসঙ্গে লিখেছেন, ‘এটা পিএসএল নয়, এটা আন্তর্জাতিক ক্রিকেট। বিশ্বকাপের আগে ব্যাটিং অর্ডার এমন হওয়া উচিত। ফখর, রিজওয়ান, বাবর, আজম, ইফতিখার, ইমাদ এবং শাদাব।’



এদিকে বাবরকে আরও বুদ্ধিমানের পরিচয় দিয়ে বেঞ্চে থাকা ক্রিকেটারদের ভালোভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন মালিক। তিনি বলেন, ‘বেঞ্চে যে বিকল্পগুলো আছে অধিনায়কের উচিত সেটাকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজম এবং ইফতিখারকে থিতু হওয়ার জন্য অধিনায়কের উচিত তাদের পর্যাপ্ত সময় এবং ওভার দেয়া। তাদের কাছ থেকে ওভারপ্রতি ১২-১৪ রান প্রত্যাশা করাটা অন্যায়। বাকি ম্যাচগুলোর জন্য শুভ কামনা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball