promotional_ad

আর্চারকে পুরোনো রূপে পেতে অপেক্ষায় থাকতে বললেন বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পিঠ ও কনুইয়ের চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন জোফরা আর্চার। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। ফিরেই ২ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রেখেছেন তিনি।


আর্চারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন জস বাটলার। ইংলিশ অধিনায়ক মনে করেন আর্চারের পারফরম্যান্স ইতিবাচক ছিল। তবে আর্চারকে পুরোনো রূপে পেতে অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আর্চার যেন আবারও ইনজুরিতে না পড়েন তাই তার খেয়াল রাখতে হবে, সেটাও মনে করিয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক।



promotional_ad

তিনি বলেছেন, 'আমার মতে, সে দুর্দান্ত ছিল। আপনারা হয়তো আবেগটা দেখতে পেয়েছেন, আবারও সে উইকেট শিকার করছে, এটা চমৎকার ব্যাপার। (ফিরে আসার) শুরুতেই সে পুরনো ঝাঁজের জোফরা আর্চারে পরিণত হবে না। তবে তার পারফরম্যান্স ছিল ইতিবাচক। আর জোফরাকে যত বেশি সম্ভব ওভার করানোর পাশাপাশি তার খেয়ালও রাখতে হবে।'


পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ফলে মাঠে নামতে অপেক্ষায় থাকতে হয়েছিল আর্চারকে। চোটের কারণে আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর থেকেই মাঠের বাইরে ছিলেন আর্চার।


এই ইংলিশ পেসার জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন আরও আগে গত বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। এরপর থেকেই প্রতিযোগীতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাকে। পাকিস্তানের বিপক্ষে নেমে পাওয়ার প্লের শেষ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন আর্চার।



সেই ওভারে উইকেট পাননি, খরচা করেছিলেন ১৫ রান। অবশ্য পরের ওভারেই ঘুরে দাঁড়ান আর্চার। এক রান দিয়ে আউট করেন আজম খানকে। তৃতীয় ওভারে খরচ করেন মাত্র ৫ রান। আর চতুর্থ ওভারে ৭ রান খরচায় নেন ইমাদ ওয়াসিমের উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball