promotional_ad

হেডের গায়ে বল করেই সফল স্টার্ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের আইপিএলে বড় রকমের আতঙ্কের নাম ট্রাভিস হেড। মৌসুমজুড়েই আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার। যদিও প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সুবিধা করতে পারেননি তিনি। তাকে পরিকল্পনামাফিক বোলিং করে ফিরিয়েছেন মিচেল স্টার্ক।


মৌসুমে ১৩ ইনিংসে ৪৪.৪১ গড়ে ৫৩৩ রান করেছেন হেড। আসরে চারটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান এই ওপেনার। শুরু থেকেই দুদান্ত খেলতে থাকা হেডের স্ট্রাইক রেট ১৯৯.৬২। সর্বোচ্চ খেলেছেন ১০২ রানের ইনিংস।



promotional_ad

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় হেড আছেন তিন নম্বরে, বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের ঠিক পরেই। তবে কলকাতার বিপক্ষে এ দিন দুই বলে শূন্য রান করেন তিনি। স্টার্কের গুড লেংথে গা তাক করা ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান তিনি।


এ দিন ৩৪ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া স্টার্ক খেলা শেষে বলেন, 'আমরা জানতাম হায়দরাবাদ পাওয়ার প্লে-তে কেমন ব্যাট করে। হেড ও অভিষেক গোটা আইপিএল জুড়ে বিধ্বংসী ব্যাট করেছে। তাই আমি ওদের বেশি জায়গা দিইনি। গায়ে বল করছিলাম। যে টুকু সুইং আছে সেটা কাজে লাগানোর চেষ্টা করছিলাম। উইকেটে বল রাখার ফল পেয়েছি।


'হেড আউট হওয়ায় ওরা সমস্যায় পড়ে যায়। আমাদের বোলিং আক্রমণ খুবই ভাল। স্পিনারেরা দুর্দান্ত। বৈভব ও হার্ষিত খুবই প্রতিভাবান। সবাই মিলে খুব ভালো বল করেছি। হায়দরাবাদের মতো দলকে ১৫৯ রানে আটকে রাখা সহজ নয়।'



হায়দরাবাদের ছুঁড়ে দেয়া ১৬০ রানের লক্ষ্য সহজেই টপকে গিয়ে ফাইনালে চলে যায় কলকাতা। এখনও অবশ্য ফাইনাল খেলার সুযোগ আছে হায়দরাবাদের সামনে। এলিমিনেটরের জয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অথবা রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালের টিকিট কাটার সুযোগ আছে প্যাট কামিন্সের দলের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball