promotional_ad

নিউ ইয়র্কেই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তরা। ১লা মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। সূচি প্রকাশ করলেও ম্যাচটি কোন ভেন্যুতে হবে সেটি তখন জানায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


অবশেষে বাংলাদেশ ও ভারত ম্যাচের ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে আইসিসি নিশ্চিত করেছে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের চাওয়াতেই নিউ ইয়র্কে হচ্ছে বাংলাদেশের এই প্রস্তুতি ম্যাচটি।



promotional_ad

এদিকে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহ-আয়োজক দেশটির সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে হতে যাওয়া সিরিজটি শুরু হয়েছে ২১ মে থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৫ মে। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।


এই সিরিজটি দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির ষোলকলা পূরণ করতে চায় হাথুরুসিংহের শিষ্যরা। এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ডালাসে হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায়।


টাইগারদের পরের ম্যাচে ১০ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে নিয় ইয়র্কে। দ্বিতীয় ম্যাচটি হবে রাত সাড়ে ৮ টায়। এদিকে পরের দুটি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন সাকিব-শান্তরা। ১৩ সেন্ট ভিনসেন্টে রাত সাড়ে ৮ টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই ভেন্যুত শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে ভোর সাড়ে ৫ টায়।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball