promotional_ad

সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে জেতা উচিত: মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে সাউথ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। শক্তিমত্তায় নেদারল্যান্ডস ও নেপালের চেয়ে ঢের এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। যাদের বিপক্ষে বাংলাদেশ অনায়াসে জিতে যাবে এমনটাই ভাবছেন সমর্থকরা।


এদিকে সুপার এইটে যেতে হলে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার যেকোন একটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা না দেখলেও শ্রীলঙ্কাকে হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা। তবে মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা দুই দলের বিপক্ষেই শান্তদের জেতা উচিত।



promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কর সাথে তো জেতা উচিত। সাউথ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার যদিও ওয়ানডে। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে হয়ত একটা জিততেই হবে। আশা করি ইনশাআল্লাহ ভালো করবে।’


আরেকটি প্রশ্নে মাশরাফি আরও যোগ করেন, ‘ওদের সাথে যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি দুইটার একটা জিতে বাকিগুলো হারিয়ে.... কেন না যে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারবে না।’


বিশ্বকাপ এলেই প্রত্যাশা বাড়তে থাকে সমর্থকদের। তবে এবারের বিশ্বকাপ নিয়ে খুব বেশি আশা দেখছেন না বাংলাদেশের ক্রীড়ামোদী মানুষেরা। এদিকে কঠিন গ্রুপে থাকায় এমনটা ভাবছেন অনেকে। বাংলাদেশ কতদূর যেতে পারে এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘কতদূর যেতে পারে বলতে পারব না। অবশ্যই ভালো কিছু করুক আশা করছি। আমি নিশ্চিত আপনারও এটা আশা করছেন।’



বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক এমনটা মন থেকে চাইলেও বাস্তবতার কথা ভাবতে বলেছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক কিন্তু বাস্তবিকভাবে ভাবতে হবে কেমন খেলছে ওইখানে, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে। সবকিছু মিলে প্রথম রাউন্ড যদি পার হয় সুপার এইট হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তারপর আইডিয়া পাওয়া যাবে। আগাম কিছু বলা যাচ্ছে না।’


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball