promotional_ad

শুধু আমার ভুলে সবকিছু হয় এরকম না: সোহান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২২ সালের জুলাইয়ে হওয়া জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। একই বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ছিলেন সহ-অধিনায়ক। অথচ বিশ্বকাপ শেষ হওয়ার পরই বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন সোহান। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটিই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ হয়ে আছে। মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও সুযোগ পাননি।


প্রায় ৮ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে ৪৬ টি-টোয়েন্টি খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। যদিও ধারাবাহিকভাবে কখনই জাতীয় দলে ছিলেন না তিনি। বেশিরভাগ সময়ই কয়েক ম্যাচ খেলেই বাদ পড়েছেন। বর্তমানে টি-টোয়েন্টি দলের বাইরে আছেন ২০২২ সালের নভেম্বরের পর থেকে। বাংলাদেশ যখন আরেকটা বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে তখন সোহানের কাছে চাওয়া হয়েছিল কোথায় ভুল করেছিলেন তাই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন?


এমন প্রশ্নের জবাবে ডানহাতি এই ব্যাটারের উত্তর, ‘মানুষ মাত্রই ভুল। শুধু যে আমার ভুলের জন্য হবে সবকিছু হবে এরকমও না। অবশ্যই অনেক কিছু নির্ভর করে। দলের সমন্বয় নির্ভর করে, অনেক পরিস্থিতি থাকে, ধৈর্য্য রাখাটা গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে নিজেকে ওইভাবে তৈরি রাখি যাতে পরবর্তী যখন সুযোগটা পাবো তখন যেন কাজে লাগানোর চেষ্টা করি।’



promotional_ad

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়াতে নিয়মিতই পারফর্ম করছেন সোহান। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২৫১ রান করেছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। যেখানে ২৫.১০ গড়ের সঙ্গে স্ট্রাইক রেট ছিল ১২৯.৩৮। কদিন আগে শেষ হওয়া ডিপিএলেও ব্যাট হাতে সময়টা একেবারে খারাপ যায়নি তার।


শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ৪১.২৫ গড় ও ৮৪.৪৭ স্ট্রাইক রেটে ৪৯৫ রান করেছিলেন সোহান। শেখ জামালের হয়ে তার চেয়ে বেশি রান করেছিলেন কেবল সাইফ হাসান। এমন পারফরম্যান্সের পরও অবশ্য জাতীয় দলে ডাক পড়েনি তার। জাতীয় দলে খেলাটা গর্বের হলেও বাইরে থাকাটা হতাশার বলে জানিয়েছেন সোহান। তবে পরবর্তীতে সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চান ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।


সোহান বলেন, ‘জাতীয় দল অবশ্যই গর্বের জায়গা আমার কাছে এটা খুব বেশি খারাপ লাগে যখন বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করব জায়গাটা ফেরত পাওয়ার। ক্রিকেটটা খেলতেছি জাতীয় দলে খেলার জন্যই যেটা বললাম গর্বের বিষয়। বিপিএলটা ভালো গেছে এবং প্রিমিয়ার লিগটাও মোটামুটি ভালো ???েছে। আমার কাছে মনে হয় যখন সুযোগটা আসবে সেটা কতটা কাজে লাগাতে পারছি এটা আসলে গুরুত্বপূর্ণ।’


লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করায় বেশিরভাগ সময় ফিনিশারের ভূমিকা পালন করতে হয় সোহানকে। এমন জায়গায় সবসময় বেশি স্ট্রাইক রেট ঠিক রেখে ব্যাটিং কঠিন বলে জানান তিনি। সেই সঙ্গে এই উইকেকিপার ব্যাটার মনে করিয়ে দিয়েছেন থ্যাংকসলেস এই জবে একেকদিন একেকজন ভালো খেলবে। সোহান বলেন, ‘দেখেন যে জায়গায় ব্যাটিং করা হয় আপনি যেটা বললেন এটা থ্যাংকসলেস জব। ওই সময় বেশি স্ট্রাইক রেটে দলের জন্য অবদান রাখতে হয় ওই স্ট্রাইক রেট মেইনটেইন করাটা কঠিন হয়ে যায়।’



‘বেশিরভাগ যে সুযোগগুলো আসে মাথা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। কারও উপর নির্ভরশীল এই করবে ওই করবে এরকম কিছু না। শেষের দিকে বিশেষ করে টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় ৩-৪ জনের অনুশীলন থাকে তাদের ওইখানে স্ট্রাইক রেটটা... একদিন কেউ ক্লিক করবে আবার কেউ আরেকদিন ক্লিক করবে। দলের জন্য ওই সময় যতটা অবদান রাখা দরকার সেটাতে মনোযোগ দেয়া দরকার।’


কদিন আগে ডিপিএল শেষ হওয়ায় আপাতত অবসর সময় পার করতে হবে সোহানকে। অবসরে এই সময়ে নিজের স্কিল উন্নতি করার সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করতে চান তিনি। সোহানের ভাষ্য, ‘যেহেতু ঘরোয়া মৌসুম শেষ হলো এখন যেটা চিন্তা থাকবে নিজের ফিটনেস নিয়ে কাজ করা এবং নিজেকে কতটা স্কিল অনুযায়ী উন্নতি করা যায়। ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ, আপাতত ফিটনেস নিয়ে কাজ করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball