promotional_ad

মাহমুদউল্লাহকে বাংলাদেশ দলের ‘স্পিরিট’ বলছেন হাথুরুসিংহে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুশফিক-মাহমুদউল্লাহর বিদায়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহউদ্দিন

২৬ ফেব্রুয়ারি ২৫
মুশফিকুর রহিম, মোহাম্মদ সালাহউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেই খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেবার কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ফলে অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারান। অথচ দুর্দান্ত সব পারফর্ম করে আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ যাচ্ছেন দলের অন্যতম ভরসা হয়েই। মাহমুদউল্লাহকে তাই বাংলাদেশ দলের 'স্পিরিট' বলছেন চান্ডিকা হাথুরুসিংহে।


২০২১-২২ সালের দিকে মূলত ধীরগতির ব্যাটিংয়ে জন্য সমালোচিত হচ্ছিলেন মাহমুদউল্লাহ। প্রয়োজনীয় সময়ে রান তুলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। একইসঙ্গে মাহমুদউল্লাহর ফিটনেস নিয়েও ছিল সমালোচনা। যদিও ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ এসবের জবাব দিয়েছেন ব্যাট হাতেই, পারফর্ম করে।



promotional_ad

মিডল অর্ডারের নিচের দিকে ব্যাটিং করে শ্রীলঙ্কা সিরিজে দুই ইনিংসে ১৬৮.৭৫ স্ট্রাইক রেটে ৫৪ রান করেন তিনি। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ইনিংসে ১৩৯.০৬ স্ট্রাইক রেটে করেন ৮৯ রান। সাম্প্রতিক সময়ে তার এমন পারফরম্যান্সে স্বপ্ন দেখছেন হাথুরুসিংহে।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব

১৯ ঘন্টা আগে
বিপিএলে ভিন্ন বরিশালের হয়ে তামিম এবং রংপুরের হয়ে খেলেছেন সাকিব

বিসিবি প্রকাশিত ভিডিওবার্তায় তিনি বলেন, 'মাহমুদউল্লাহ সম্ভবত এই দলটির 'স্পিরিট'। সে ড্রেসিংরুমে অসাধারণ এক প্রশান্তি বয়ে এনেছে। যখন সে কথা বলে বাকিরা শোনে। আমি মনে করি তার মাথাও (ক্রিকেটীয়) খুব ভালো। সম্প্রতি তার ব্যাটিং অন্য পর্যায়ে চলে গেছে। সে খুবই নির্ভীক ব্যাটিং করছে...যা দলের জন্য খুবই ভালো। বিশ্বকাপে সে চাপের মুহূর্তগুলো সামলে নেবে এবং তরুণদের পথ দেখাবে।'


কাগজে-কলমে এটাই মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মতো শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলা সাকিবের প্রতিও অনেক প্রত্যাশা হাথুরুসিংহের।



তিনি আরও বলেন, 'সে এই খেলাটির একজন কিংবদন্তি। আমরা জানি সাকিব সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলেছে। এটা তার জন্যে খুব বড় একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। আমি আশা করব তিন বিভাগেই সে অবদান রাখবে। সে অসাধারণ একজন নেতাও। খেলোয়াড়দের সঙ্গে সে দারুণভাবে মিশে। সবাই তাকে শ্রদ্ধাও করে। সে ম্যাচের পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball