promotional_ad

ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলেন গাম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাহুল দ্রাবিড়ের সঙ্গে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চুক্তি শেষ হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে। এরই মধ্যে নতুন কোচ পেতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই। আগ্রহী কোচরা এরই মধ্যে নিজেদের আবেদন পত্রও জমা দিয়েছেন। 


ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে গৌতম গম্ভীরকে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। বর্তমানে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় আছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।



promotional_ad

দলটির মেন্টর হয়ে রীতিমতো চমক দেখিয়েছেন গাম্ভীর। সবার আগে এবারের আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা। এর পেছনে বড় ভূমিকা আছে মেন্টর গাম্ভীরের। তিনি ভাঙাচোরা দলটিকে সম্পূর্ণ বদলে দিয়েছেন। প্রাথমিকভাবে গাম্ভীরের আগ্রহ জানতে চাওয়া হয়েছে।


আইপিএল শেষে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। ভারতের কোচ হওয়ার জন্য আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ২৭ মে। এর একদিন আগেই শেষ হয়ে যাবে আইপিএলের আসর। এর আগে দ্রাবিড়কেই চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। তবে এই কোচ জানিয়ে দিয়েছেন তিনি আর চুক্তি নবায়ন করতে চান না।


ফলে নতুন কোচ খুঁজতে হচ্ছে ভারতকে। এদিকে গাম্ভীরের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে কোচের ভূমিকায় কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। এর আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। তার অধীনে দুই মৌসুমেই প্লে অফে খেলেছিল দলটি।



ক্রিকেটার হিসেবে বেশ সফলই বলা যায় গাম্ভীরকে। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল এই ওপেনারের। এরপর আইপিএল ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত টানা ৭ মৌসুম কলকাতাকে নেতৃত্ব দিয়েছেন তিনি।


দুইবার জিতেছেন আইপিএলের শিরোপা। তার নেতৃত্বে ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও জায়গা করে নিয়েছিল কলকাতা। তাই ভারতের সোনালী সময়ের এই সারথিকেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হিসেবে চাইছে বিসিসিআই। অবশ্য এই প্রস্তাবে গাম্ভীর রাজি হবেন কিনা সেটাই দেখার বিষয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball