promotional_ad

বাবরের প্রতি অতিনির্ভরতা কমাতে চান কারস্টেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই পাকিস্তানের সীমিত ওভারের কোচ হিসেবে যোগ দিয়েছেন গ্যারি কারস্টেন। এখনও তিনি পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নেননি। ভারতের এই বিশ্বকাপ জয়ী কোচ এখনও ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে।


গতকালই শেষ হয়েছে গুজরাটের আইপিএল মিশন। শনিবারই তার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে। এরই মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। বাবর আজমের দল এখন ইংল্যান্ডে যাচ্ছে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।



promotional_ad

এই সিরিজ থেকেই বাবরের ওপর পাকিস্তান দলের অতিনির্ভরশীলতা কমাতে চান কারস্টেন। সব সময় পাকিস্তান দল চায় ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিক বাবর। তাই বাবর ব্যর্থ হলে পাকিস্তানের সাফল্যের সম্ভাবনা হলেও কমে যায়। এই ব্যাপারটিতেই পরিবর্তন আনতে চান কারস্টেন।


টকস্পোর্টে বাবরকে নিয়ে কারস্টেন বলেন, ‘এটা (বাবরের ওপর নির্ভরশীলতা) কোনো খেলোয়াড়ের জন্যই ন্যায্য নয়। দলের জন্য সব সময়ই কিছু করতে হবে, তার এমন বোধ হওয়া উচিত নয়। আমার বাবরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সে দারুণ করেছে, দলের অনেকটা বোঝা সে নিজের কাঁধে বহন করে। কোচিং স্টাফ হিসেবে আমরা যা করব, সেই বোঝার ভার একটু কমাব। তাকে বোঝাতে হবে, সে একটা দলের একজন খেলোয়াড় মাত্র। সে নিজেকে আরেকটু স্বাধীনতা দিতে পারে সহজাত খেলাটা খেলতে।’


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৪২ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন বাবর। এমনকি সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট হেসেছিল বাবরের। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচে হারতে হয়েছিল পাকিস্তানকে। কারস্টেন অবশ্য আশাবাদী নিয়মিত বাবরের ব্যাটে বড় স্কোর দেখার ব্যাপারে।



তিনি বলেন, ‘আমার মনে হয় তার ওই স্বাধীনসত্তাটা যদি বের করে আনতে পারি এবং আমরা বুঝতে পারি যে বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জয়ে অবদান রাখার মতো আরও খেলোয়াড় আছে, তাহলে তার ওপর থেকে অনেকটা চাপ কমে আসবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball