promotional_ad

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অক্ষরকে এখনো ডিনার করাননি রোহিত

২৬ ফেব্রুয়ারি ২৫
রোহিত শর্মার (বামে) সঙ্গে উইকেটের আনন্দ ভাগাভাগি করছেন অক্ষর প্যাটেল (ডানে), ফাইল ফটো

বয়স ৩৮ চলছে। গুঞ্জন ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই এই এই সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন রোহিত শর্মা যদিও অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোহিত নিজেই। হার্ডহিটার এই ওপেনার দেশের হয়ে খেলতে চান আরও কয়েকবছর।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে সুযোগ পাওয়াটাই অনিশ্চিত ছিল রোহিতের জন্যে। কেননা ২০২২ বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। যদিও বিশ্বকাপ দলে আস্থার সঙ্গেই ফেরানো হয়েছে রোহিতকে।



promotional_ad

ব্যাট হাতে আইপিএলে সময়টা ভালো যাচ্ছে রোহিতের। আসরে একটি সেঞ্চুরিসহ ৩৪৯ রান এসেছে তার ব্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার পারফরম্যান্সে বেশ খুশি দল। অবশ্য ভারতের কিছু গণমাধ্যমে দেখা যাচ্ছিল অন্য খবর- এবারের বিশ্বকাপ খেলেই নাকি এই ফরম্যাটে ইতি টানবেন রোহিত!


আরো পড়ুন

পান্তের সঙ্গে লড়াইয়ে যেতে চান না রাহুল

৩ ঘন্টা আগে
লোকেশ রাহুল ও ঋষভ পান্ত, আইসিসি

সেই গুঞ্জন উড়িয়ে রোহিত বলেন, ‘১৭ বছর ধরে (আন্তর্জাতিক ক্রিকেটে) খেলছি, এটা একটা চমৎকার যাত্রা। আমার আশা আরও কয়েক বছর খেলতে পারব এবং বিশ্ব ক্রিকেটে প্রভাব রাখতে পারব। দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মানের ব্যাপার। কখনোই ভাবিনি আমার জীবনে এমন কিছু আসবে, একদিন আমি নেতৃত্ব দেব। তবে লোকে বলে, ভালো মানুষের সঙ্গে নাকি ভালো কিছুই হয় (হাসি)।’


আইসিসির সব আসরে হট ফেবারিট তকমা নিয়ে মাঠে নামলেও গত ১১ বছর ধরে কোনো বৈশ্বিক শিরোপা জিততে পারেনি ভারত। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে তারা। জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেরেছে রোহিতের দল। সেবারও প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। শিরোপা জেতার ক্ষুধা রয়ে গেছে রোহিতের।



তিনি বলেন, ‘ভারতের অধিনায়ক হওয়ার পরই আমি সবাইকে একই পথে পরিচালনা করতে চেয়েছি। আমার মনে হয়, দলীয় খেলাটা এভাবেই খেলা উচিত। এটা ব্যক্তিগত মাইলফলক, ব্যক্তিগত পরিসংখ্যান ও লক্ষ্য পূরণের খেলা নয়। ১১ জন মিলে দলকে কোথায় নিয়ে যেতে পারি; কীভাবে ট্রফি জিততে পারি, সেটাই মুখ্য। আমি আমার জীবনে উত্থানের চেয়ে পতন বেশি দেখেছি। আজ আমি মানুষ হিসেবে যেমন, তা অতীতে পতনের সম্মুখীন হওয়ার কারণেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball