বিশ্বকাপের আগে সাকিবের সিংহাসনে ভাগ বসালেন হাসারাঙ্গা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। এরই মধ্যে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং জমিয়ে তুলেছেন সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুজনেই যৌথভাবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন। বিশ্বকাপে ভালো করে দুজনেরই সুযোগ রয়েছে এককভাবে শীর্ষে ওঠার।


সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন ম্যাচে খেলা হয়নি সাকিবের। শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিলেও ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। চতুর্থ টি-টোয়েন্টিতে ১ রান করে আউট হয়েছিলেন তিনি। পরের ম্যাচে করেছেন মোটে ২১ রান।


promotional_ad

এমন পারফরম্যান্সের পর সাকিবের ৩ রেটিং কমে গেছে। ফলে ২৩১ পয়েন্ট থেকে তা নেমে দাঁড়িয়েছে ২২৮ পয়েন্টে। এই সুযোগেই সাকিবকে ধরে ফেলেছেন হাসারাঙ্গা। সাকিব সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের আগে টি-টোয়েন্টিতে খেলেছেন ২০২৩ সালের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে।


সেই সময় ২৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলে সাকিব। দীর্ঘদিন টি-টোয়েন্টিতে না থাকায় তার রেটিং পয়েন্ট নিয়মিত কমছিল। এদিকে সাকিব-হাসারাঙ্গাদের চেয়ে খুব একটা পিছিয়ে নেই মোহাম্মদ নবি। আফগান এই অলরাউন্ডার ১০ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তাদের চেয়ে।


দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ খেলা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তিনি ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন। আর ২০৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে এইডেন মার্করাম।


এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম করে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদ। তিনি ৩ ধাপ এগিয়ে অবস্থান করছেন ২৩ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলা মুস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়ে রয়েছেন ২৫ নম্বরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball