promotional_ad

বাটলারদের বেতন কেটে রাখতে বললেন গাভাস্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ট???-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। বাবর আজমদের বিপক্ষে সিরিজ খেলার জন্য জস বাটলার, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনদের ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার ফলে গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই দেশে ফিরে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। বাটলারদের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। এমন অবস্থায় ক্রিকেটারদের বেতন কেটে রাখার পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার।


আইপিএলের এবারের আসরে বিভিন্ন দলের হয়ে খেলছেন ইংল্যান্ডের ১৫ ক্রিকেটার। যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন ৮ জন। যার ফলে পাকিস্তান সিরিজের আগেই ইংল্যান্ডে ফিরে যেতে হচ্ছে তাদের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের বিপিএল খেলছেন সল্ট। দুইবারের চ্যাম্পিয়নরা সবার আগে সেরা চার নিশ্চিত করলেও প্লে-অফে সল্টকে পাবে না তারা।



promotional_ad

এদিকে প্লে-অফের খুব কাছে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস। তাদের হয়ে খেলছেন বাটলার। তাকেও ফিরতে হচ্ছে পাকিস্তান সিরিজের জন্য। পাঞ্জাব কিংস প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় লিভিংস্টোন, স্যাম কারান কিংবা জনি বেয়ারস্টোদের নিয়ে খুব বেশি আপত্তির সুযোগ নেই। বাটলাররা চলে যাওয়ার সিদ্ধান্ত তাদের বেতন কেটে পরামর্শ দিয়েছেন গাভাস্কার। শুধু ক্রিকেটার নয় বোর্ডের পাওয়া টাকাও কেটে রাখতে বলছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।


মিড ডে পত্রিকায় লেখা নিজের কলামে গাভাস্কার লিখেন, ‘আমি সবসময়ই দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিই কিন্তু কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে পুরো মৌসুমে খেলার আশ্বাস দেওয়ার পর সেটি না মানা মানেই দলটিকে বিপদে ফেলে দেওয়া। অথচ দেশের হয়ে খেলতে গিয়ে কয়েক মৌসুমেও যা পাবে না, সেটাই এখানে এক মৌসুমে পাচ্ছে। এজন্য কেবল ওই ক্রিকেটারের কিছু বেতনই নয়, বোর্ডকেও টাকা না দেয়া উচিৎ। বিভিন্ন ক্রিকেটারের চুক্তির ১০ শতাংশ কমিশন বোর্ড পেয়ে থাকে।’


আইপিএলে খেলার অনুমতি দেয়ায় ক্রিকেটারদের বোর্ডকেও টাকা দেয়া হয় টুর্নামেন্টের পক্ষ থেকে। বিক্রি হওয়া প্রতিটি খেলোয়াড়ের জন্য তাদের বেতনের ২০ শতাংশ পেয়ে থাকেন তারা। উদাহরণ হিসেবে কোন ক্রিকেটার ১০ কোটি রুপিতে বিক্রি হলে ক্রিকেট বোর্ডকে দিতে হয় ২ কোটি রুপি। যার অর্ধেক বিসিসিআই এবং বাকি অর্ধেক দেয় ফ্র্যাঞ্চাইজিরা। আইপিএল ছাড়া আর কোথাও এমন কিছুর নিয়ম নেই।



বোর্ডের ১০ শতাংশ কেটে নেয়ার পরামর্শ দেয়া গাভাস্কার আরও লিখেছেন, ‘নিশ্চয়তা দেয়ার পরও ক্রিকেটারদের খেলতে না দেওয়া বোর্ডকে এই আর্থিক শাস্তি দেওয়া দরকার। কেবল আইপিএল থেকেই বোর্ডগুলো ক্রিকেটারপ্রতি ১০ শতাংশ করে কমিশন পায়, অন্য কোথাও এই সুযোগ নেই। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইসিবির দ্য হান্ড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কিংবা বিশ্বের অন্য কোন টি-টোয়েন্টি লিগেও বোর্ডকে টাকা দেয়া হয় না। এজন্য কি বিসিসিআই ন্যূনতম ধন্যবাদও পায়? হা হা হা, কোনোভাবেই না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball