promotional_ad

পাকিস্তান দলের সক্ষমতা নিয়ে প্রশ্ন রমিজ রাজার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। যদিও পাকিস্তানের চেয়ে তুলনামূলক পিছিয়ে থাকা আইরিশদের বিপক্ষে হারের ফলে ক্ষুব্ধ হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা।


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড ও পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। সেই প্রস্তুতিতেই হোঁচট খেয়েছে বাবর আজমের দল। বিশ্বকাপের আগে পাকিস্তানের ক্রিকেটারদের শারীরিক ভাষা দুর্বল মনে হচ্ছে রমিজের।



promotional_ad

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে রমিজ বলেছেন, 'আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কোনো অজুহাত দিতে পারেন না। তাদের শরীরী ভাষা দুর্বল মনে হয়েছে। এমন কম্বিনেশন তৈরি করেছেন যে, সেটাই দলে প্রভাব ফেলেছে।'


২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো বৈশ্বিক শিরোপার স্বাদ পায়নি পাকিস্তান। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে শিরোপা খোয়াতে হয়েছিল তাদের। ধারাবাহিক এমন ব্যর্থতার কারণেই পাকিস্তান দলে সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।


রমিজ পাকিস্তান দলের সমালোচনা করে বলেছেন, 'এই পাকিস্তান দল কীভাবে বিশ্বকাপ জিতবে? আপনি দলের সামর্থ্য জানেন। তারপরও তাদের থেকেই ভারত, অস্ট্রেলিয়ার মতো পারফরম্যান্স চান কিংবা ট্রাভিস হেডের মতো খেলোয়াড় তৈরি করতে চান।'



মতো শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে পাকিস্তান হেরে যাওয়ায় ভীষণ ক্ষেপেছেন দেশটির সাবেক অধিনায়ক রামিজ রাজা। এমন বর্ণহীন পারফরম্যান্সের পর আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তরসূরিদের সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।


ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ১৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল পাকিস্তান। সেই লক্ষ্য এক বল হাতে রেখেই পেরিয়ে যায় আয়ারল্যান্ড। ম্যাচ হারলেও এই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাবর। তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৭ রান। এরপর জয় পাওয়া হয়নি পাকিস্তানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball