promotional_ad

আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানো যাবে না: শান্ত

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। যদিও সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। দল হিসেবে ভালো করলেও এই সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৮১ রান। গড় ১৬.২০ আর স্ট্রাইক রেট ১০৩.৮৫।


এমন পারফরম্যান্সের পর তাকে নিয়ে সমালোচনা হচ্ছে স্বাভাবিক। সিরিজ শেষে শান্ত জানিয়েছেন স্ট্রাইক রেট নিয়ে বাংলাদেশে অনেক কথা হয়। তবে এজন্য আরও সময় চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এজন্য নিয়মিত ভালো উইকেটে খেলার তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।


এ প্রসঙ্গে শান্ত বলেন, 'আমার কাছে সেটা মনে হয় না। কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট...কিন্তু জিনিসটা হলো যে আপনি যদি চিন্তা করেন আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে টি-টোয়েন্টি সিরিজটা খেললাম, ওটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু এই জিনিসটা সময় দিতে হবে।'



promotional_ad

তিনি যোগ করেন, 'আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলার শুরু করি, ছয় মাস, এক বছর, দুই বছর ত???রপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না, আমরা যে বিপিএলে খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপর আপনি এই পার্থক্যটা দেখতে পাবেন।'


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার রান বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা। অনেকেই ১৬০-২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের তুলোধোনা করছেন। শান্ত মনে করেন আইপিএলের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সম্ভব নয়। এখানে ১৬০-১৭০ রানই ভালো স্কোর মনে হয় তার কাছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আইপিএলকে মেলাতে চান না তিনি।


শান্তর ভাষ্য, 'আমার তো মনে হয় না। কারণ আইপিএল যে উইকেটে হয়েছে..আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম রান হয়েছে, ২০০ প্লাস, আড়াইশ রানও হয়েছে । কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০, ২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর।'


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির টুর্নামেন্টগুলোতে বরাবরই প্রতিযোগীতামূলক উইকেটে খেলতে দেখা যায়। ফলে শান্তর বিশ্বাস এবারের বিশ্বকাপেও গড়ে ১৬০-১৮০ মধ্যেই রান তুলতে পারবে দলগুলো। এর মধ্যেই প্রতিপক্ষকে আটকাতে হবে। তাই শুধু শুধু আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনা টানাটাও অযৌক্তিক শান্তর কাছে।



তিনি বলেন, 'এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকমই রান হবে, ১৬০-৮০ এর মধ্যেই থাকবে ভালো উইকেটে। এর ভেতরই বোলারদের ডিফেন্ড করতে হবে বা রান চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিকতা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball