promotional_ad

মুম্বাইকে বিদায় করে প্লে অফে কলকাতা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টির বাঁধার কারণে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি নেমে এসেছিল ১৬ ওভারে। ভেঙ্কাটেস আইয়ার, নীতিশ রানা ও আন্দ্রে রাসেলদের ছোটো ছোটো ইনিংসে ভর করে ১৫৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল কলকাতা। সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি মুম্বাই।


তাদের ইনিংস থেমেছে ১৩৯ রানে। ১৮ রানের হারের ফলে এবারের আইপিএলের প্লে অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে মুম্বাই। অন্যদিকে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা। ১৩ ম্যাচ খেলে ৯টিতেই হারের স্বাদ পেল হার্দিক পান্ডিয়ার দল। কলকাতার দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৬৫ রান তুলেছিলেন ইশান কিশান ও রোহিত শর্মা।



promotional_ad

কিশান আউট হয়েছেন ২২ বলে ৪৪ রান করে। আর রোহিতের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ১৯ রান। এরপর দ্রুত ১১ রান করে ফিরে গেছেন সূর্যকুমার যাদব। আর তাতেই চাপে পড়ে মুম্বাই। অধিনায়ক হার্দিক পান্ডিয়াও দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। তিনি মাত্র ২ রান করেছেন।


টিম ডেভিড রানের খাতাই খুলতে পারেননি। এরপর নেহাল ওয়াদহেরা রান আউট হয়ে ফিরেছেন। শেষদিকে নামান ধীরের ৬ বলে ১৭ রানের ক্যামিও ও তিলক ভার্মার ১৭ বলে ৩২ রান মুম্বাইকে জেতাতে পারেননি। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, হার্শিত রানা ও বরুণ চক্রবর্তী। একটি উইকেট নেন সুনীল নারিন।


এর আগে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছিল কলকাতার। তারা দলীয় ১০ রানের মধ্যেই দুই ওপেনার ফিল সল্ট ও নারিনকে হারায়। প্রথম ওভারের পঞ্চম বলেই নুয়ান থুশারা ফিরিয়ে দেন ৬ রান করা সল্টকে। পরের ওভারে নিজের প্রথম বলেই জসপ্রিত বুমরাহর শিকার হন নারিন। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৭ রান করে ফিরে যান আনশুল কামবুজের বলে।



তৃতীয় উইকেটে ভেঙ্কাটেস আইয়ার ও নীতিশ রানা মিলে কলকাতার হাল ধরেন। তারা দুজনে যোগ করেন ৩৭ রান। ভেঙ্কাটেস ২১ বলে ৪২ রান করে আউট হয়ে গেলে আন্দ্রে রাসেলকে নিয়ে আরও ৩৯ রান যোগ করেন রানা। রান আউট হয়ে শেষ হয়েছে রানার ২৩ বলে ৩৩ রানের ইনিংস।


শেষদিকে রাসেলের ১৪ বলে ২৪ ও রিঙ্কু সিংয়ের ১২ বলে ২০ রানে লড়াইয়ের পুঁজি পায় কলকাতা। রামানদীপ সিং ৮ বলে ১৭ ও মিচেল স্টার্ক ২ বলে ২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বুমরাহ ও পিযুষ চাওলা নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান থুশারা ও কামবুজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball