promotional_ad

বিশ্বকাপে জয়সাওয়ালের সঙ্গে কোহলিকে ওপেনিংয়ে চান হেইডেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন না এমন আলোচনার মাঝে গুঞ্জন বেরোয় রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকে ওপেনিংয়ে চান ভারতের নির্বাচকরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিয়মিত ওপেন করা কোহলিকে ওপেনিংয়ে চান সাবেক অনেক ক্রিকেটারও। এবার তাদের সঙ্গেই সায় দিলেন ম্যাথু হেইডেন। যদিও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের চাওয়া যশস্বী জয়সাওয়ালের সঙ্গে ওপেন করুক কোহলি। জয়সাওয়ালের সাথে রোহিতকে ওপেনিংয়েও দেখতেও সমস্যা নেই হেইডেনের।


স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হওয়ার পরও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রয়েছেন কোহলি। আইপিএলে নিয়মিত ওপেন করলেও জাতীয় দলের হয়ে তিন কিংবা চারে ব্যাটিং করেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। যেখানে পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলে। যার ফলে টপ অর্ডারে খেলার সম্ভাবনা বেশি কোহলির। যদিও গুঞ্জন ছিল রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে।



promotional_ad

জয়সাওয়াল থাকায় অবশ্য অনুমেয়ভাবেই প্রথম পছন্দ হতে পারেন রোহিত-জয়সাওয়াল জুটি। তবে সেই কম্বিনেশনে কোন পরিবর্তন এনে কোহলি ও জয়সাওয়ালকে সেখানে দেখতে চান হেইডেন। মূলত বাম হাতি ও ডানহাতি ব্যাটারের কম্বিনেশনের কথা বিবেচনা করেছেন তিনি। এমনটা হলে বরং খুশিই হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এই ব্যাটার।

এ প্রসঙ্গে হেইডেন বলেন, ‘শুরুর দিকে আপনার অবশ্যই ডানহাতি এবং বাঁহাতি কম্বিনেশন প্রয়োজন। আপনি যদি কম্বিনেশনে (রোহিত এবং জয়সাওয়াল) পরিবর্তন আনতে চান আমি তাতেও খুশি। আপনি যদি আমাকে বলেন কোহলি এবং জয়সাওয়ালকে কি ওপেনিং করাতে পারি? আমি বলবো অবশ্যই হ্যাঁ।’


কোহলি এবং জয়সাওয়াল ওপেন করলে অধিনায়ক কোথায় ব্যাটিং করবেন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। হেইডেন চাওয়া চারে ব্যাটিং করুক রোহিত। অজি এই ক্রিকেটারের ধারণা, ওপেনিংয়ের চেয়ে চারে বেশি সফল ভারতের অধিনায়ক। পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলে ৮৬ ইনিংসে চারে ব্যাটিং করে ৩২.৭৬ গড় এবং ১২৮.৬৭ স্ট্রাইক রেটে ২ হাজার ৩৯২ রান করেছেন রোহিত।


কোহলিকে ওপেনিং এবং রোহিতকে চারে খেলানোর ব্যাখ্যা দিতে গিয়ে হেইডেন বলেন, ‘এটা বলার কারণ হচ্ছে প্রথম ৬ ওভারের জন্য বিরাট (কোহলি) মাষ্টার। যখন পাওয়ার হিটিংয়ের ব্যাপার আসবে তখন আরও একটা দারুণ অপশন আছে রোহিত। চার নম্বরে আপনি তার পরিসংখ্যান দেখুন। সে সেখানে দারুণ করেছে। ওপেনিংয়ের চেয়ে সেখানেই তার পরিসংখ্যান ভালো।’



 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball