promotional_ad

আয়ারল্যান্ডের কাছে হেরে বোলার-ফিল্ডারদের দুষছেন বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পাকিস্তান। তারা আইরিশদের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে। টি-টোয়েন্টিতে এবারই প্রথম আইরিশদের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বাবর আজমের দল।


এই ম্যাচে আগে ব্যাট করে ১৮২ রান করেছিল পাকিস্তান। দলকে ব্যাট হাতে পথ দেখিয়েছেন বাবর নিজেই। তিনি ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যা বাবরের ৩৮তম হাফ সেঞ্চুরি। তার সমান ৩৮টি হাফ সেঞ্চুরি আছে শুধু বিরাট কোহলির।



promotional_ad

যদিও কোহলি বাবরের চেয়ে এক ইনিংস বেশি খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে এক নম্বরে রয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ডও এখন পাকিস্তান অধিনায়কের।


এমন রেকর্ডময় ম্যাচে বাবরকে জয় উপহার দিতে পারেননি সতীর্থরা। বাবর অবশ্য এই ম্যাচ হারের পেছনে বোলিং ও ফিল্ডিংকে দায়ী করেছেন। বাবর জানিয়েছেন শুরুর ধাক্কা সামলে ১৮২ রান করে পাকিস্তান। তবে বোলার ও ফিল্ডারদের কারণেই জয় পাওয়া হয়নি তাদের।


হারের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘প্রথম ৬ ওভারে আমরা ভালো শুরু করিনি। পিচ অসম গতির ছিল, বাউন্স ছিল। আমার শুরুর ধাক্কা ভালোভাবে সামলে উঠেছিলাম, শেষ পর্যন্ত ১৮২ রান তুলতে পারি। কিন্তু আমার মনে হয় এই উইকেট ১৯০ রানের। কিন্তু আমি মনে করি, আমরা বোলিং ও ফিল্ডিংয়ের কারণে হেরেছি। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, ফিল্ডিংয়ে কয়েকটি বাজে মিস হয়েছে, যা আমাদের ক্ষতি করেছে।’



আয়ারল্যান্ডকে এই ম্যাচে জেতাতে বড় ভূমিকা রেখেছেন অ্যান্ড্রু বালবির্নি। তার ৭৭ রানে ভর করে ঐতিহাসিক জয় পেয়েছে পাকিস্তানি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন হ্যারি টেক্টর, জর্জ ডকরেলরা। টেক্টর ২৪ বলে ৩৬ ও ডকরেল ১২ বলে ২৪ করে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball