গ্রীষ্মেই ইতি টানছেন অ্যান্ডারসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্যারিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেট নেয়া এই ক্রিকেটার কবে থামবেন সেটা নিয়েই যত জল্পনা কল্পনা। অবশেষে জানা গেছে এই গ্রীষ্মেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চলেছেন অ্যান্ডারসন।
ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে ইংল্যান্ডের লাল বলের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডারসন। ম্যাককালাম নিজেও টেস্ট দলের ভবিষ্যতের কথা ভেবে তার সিদ্ধান্তে সায় দিয়েছেন।

দুই দশক ধরে ইংল্যান্ডের টেস্টের বোলিং আক্রমণ সামলাচ্ছেন অ্যান্ডারসন। তবে এবার থামতে হচ্ছে তাকে। বিশেষ করে ২০২৫-২৬ অ্যাশেজের জন্য তরুণদের ওপরই ভরসা করতে চাইছে ইংল্যান্ড। সেই সময় অ্যান্ডারসনের বয়স হবে ৪৩। এই বয়সে অনেক ক্রিকেটারের পক্ষেই দলের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না।
আর চলতি গ্রীষ্মে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ইংল্যান্ডের সামনে। তারা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি টেস্ট খেলবে। এরমধ্যে আগস্টে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ধারণা করা হচ্ছে এই ম্যাচ দিয়েই সাদা পোশাক তুলে রাখতে পারেন অ্যান্ডারসন।
সর্বশেষ ভারত সফরে ক্রিকেট ইতিহাসের একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন। অবশ্য টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এই ইংলিশ পেসারের অবস্থান তিন নম্বরে। ৮০০ উইকেট নিয়ে চূড়ায় আছেন লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালীধরন।
আর ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে অজি কিংবদন্তী শেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছিল আর বছর খানেক খেলে যেতে পারলেই মুরালিধরনের রেকর্ডে ভাগ বসাতে পারেন অ্যান্ডারসন। তবে সেই আশা পূরণ হচ্ছে না ভক্তদের। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডস টেস্টে অভিষেক হয়েছিল এই ইংলিশ পেসারের। এরপর থেকে ইংল্যান্ড দলে অন্যতম সেরা ভরসা হয়ে উঠেছিলেন অ্যান্ডারসন।