promotional_ad

এমন কিছু নেই যা স্যামসন করতে পারে না: সাঙ্গাকারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এমসিসির ১৩ সদস্যের পরামর্শক বোর্ডে জয় শাহ, চেয়ারম্যান সাঙ্গাকারা

২৪ জানুয়ারি ২৫
আইসিসির চেয়ারম্যান জয় শাহ (বামে), এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা (ডানে)

রাজস্থান রয়্যালসের হেড অব ক্রিকেট হওয়ার কারণে সাঞ্জু স্যামসনকে বেশ কাছে থেকে দেখেছেন কুমার সাঙ্গাকারা। নিজ দলের অধিনায়কের ওপর অগাধ আস্থা এই শ্রীলঙ্কানের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্যামসন নিজেকে মেলে ধরবেন বলে প্রত্যাশা তার।


চলতি আইপিএলে আসাধারণ ফর্মে আছেন স্যামসন। এখন পর্যন্ত ১১ ইনিংসে পাঁচটি হাফ সেঞ্চুরিতে আসরের তৃতীয় সর্বোচ্চ ৪৭১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৬৩.৫৪ এবং গড় ৬৭.২৯। প্রথমবার ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।



promotional_ad

যদিও বিশ্বকাপ একাদশে তার জায়গা অনিশ্চিত। এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন ঋষভ পান্তও। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইনজুরিতে পড়ে লম্বা সময় মাঠের বাইরে থাকা পান্ত ফিরেছেন এই আইপিএল দিয়েই। তিন হাফ সেঞ্চুরিতে এখন পর্যন্ত ৪১৩ রান করেছেন এই উইকেটরক্ষক। মূলত তাকেই প্রথম পছন্দের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দেখছে ভারত।


আরো পড়ুন

দিল্লির মেন্টর পিটারসেন

২৭ ফেব্রুয়ারি ২৫
প্রথমবারের মতো আইপিএলে কোচিং করাবেন কেভিন পিটারসেন

এদিকে আইপিএলে ছন্দে থাকা স্যামসনকে নিয়ে আশায় বুক বাঁধছেন সাঙ্গাকারা, 'তারা কীভাবে দলের কম্বিনেশন দেখেন, এটা আসলে রাহুল দ্রাবিড় ও রোহিত শার্মার ওপর নির্ভর করে। তবে সে (স্যামসন) তার দাবি জানিয়ে রেখেছে। আশা করি, বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটবে তার।'


'সে বিশেষ একজন ক্রিকেটার। যখন সে সতেজ ও মনোযোগী থাকে, এমন কিছু নেই যে সে করতে পারে না। নম্র ও মাটিতে পা রাখা মানুষ সে…সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা দেখা যায় না। সে গোপনীয়তা পছন্দ করে, দলের বাকিদের যত্ন নেয়। প্রতিভা ও দক্ষতার পাশাপাশি এগুলোও দারুণ গুণাবলী। আমি মনে করি, বিশ্বকাপে ভারত দলের অসাধারণ একজন হবে সে।'



ভারতের বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন শুরু হবে আগামী ৫ জুন। সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে রোহিত শর্মার দল। ২০১৩ সালের পর থেকে আইসিসির কোনও শিরোপা জিতেনি ভারত। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেললেও অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারায় দলটি।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball