promotional_ad

হারের জন্য নিজেকেই বড় কালপ্রিট ভাবছেন রাজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ সফরে আসার আগে পাঞ্জাব কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন সিকান্দার রাজা। অধিনায়কের সঙ্গে দলের সবচেয়ে বড় তারকা তকমা থাকার পরও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। টানা তিন ম্যাচেই ব্যর্থ ছিলেন রাজা, দলও হেরেছে বাজেভাবে। দুই ম্যাচ বাকি থাকার পরও জিম্বাবুয়ের সিরিজ হারে নিজেকেই বড় কালপ্রিট ভাবছেন তিনি।


সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে রানের খাতা খুলতে না পারা রাজা বোলিংয়ে ছিলেন উইকেটশূন্য। ৪ ওভারে দিয়েছিলেন ৩১ রান। পরের ম্যাচে রানের খাতা খুললেও ৩ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বল হাতে সাফল্য পাননি জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।



promotional_ad

শেষ ম্যাচে শুরুতে বোলিং করে নিয়েছেন এক উইকেট। নাজমুল হোসেন শান্তকে নিজের শিকার বানালেও ৪ ওভারে খরচা করেছেন ৩৮ রান। তবে ব্যাটিংয়েও আবারও ব্যর্থ হয়েছেন। জিম্বাবুয়ের যখন তাকেই বেশি প্রয়োজন তখন রিশাদ হোসেন বলে জাকের আলী অনিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র ১ রানে। পুরো সিরিজে এখন পর্যন্ত ১ উইকেট নেয়া রাজা করেছেন ৪ রান। এমন পারফরম্যান্সে তাই নিজেকেই কালপ্রিট হিসেবে দেখছেন তিনি।


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিম্বাবুয়ের অধিনায়ক রাজা বলেন, ‘প্রত্যেকটা ম্যাচেই আমাদের গ্রাফটা উন্নতির দিকে যাচ্ছে। আমরা বিষয়গুলো দেখছি। এখানে অনেক ইতিবাচক এবং নেতিবাচক জিনিস আছে। একমাত্র নেতিবাচক জিনিস হচ্ছে টপ অর্ডারের পাঁচজন থেকে রান আসছে না। এই তালিকায় আমি নিজেও আছি। আমার মনে হয় হারের জন্য এই মুহূর্তে আমিই সবচেয়ে বড় কালপ্রিট।’


বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটাররা। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪১ রানে ৭ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। পরের ম্যাচে পঞ্চাশের আগে আউট হয়েছেন তাদের ৫ ব্যাটার। এদিকে তৃতীয় টি-টোয়েন্টিতে পঞ্চাশের আগেই সফরকারীরা হারিয়েছে ৪ উইকেট। সিরিজ হারের জন্য ক্রেইগ আরভিন তাই দায়টা দিচ্ছেন ব্যাটারদের।



সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। তিন ম্যাচেই আমাদের ব্যাটিংয়ে সমস্যা হয়েছে। বিশেষ করে টপ অর্ডারের দিকে প্রথম ৮-১০ ওভারে আমরা কেউ ভালো ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয় বেশিরভাগ সময়ে আমরা খাদের কিনারা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় ছিলাম। বোলারদের জন্য আমরা একটা প্লাটফর্ম তৈরি করে দিতে পারিনি।’


‘আপনি যদি বাংলাদেশের দিকে তাকান তাহলে শেষের দিকে যেভাবে ব্যাটিং করেছে....তাদের শুরুটা হয়ত একটু ধীরগতির হয়েছে কিন্তু তাদের ভালো একটা প্লাটফর্ম ছিল যা আমাদের পেছনে ঠেলে দিয়েছে। দুর্ভাগ্যবশ তিন ম্যাচের কোনটিতেই আমরা এমন একটা প্লাটফর্ম পাইনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball